এখন পড়ছেন
হোম > জাতীয় > পুজোর মরশুমে আয়কর দাতাদের জন্য বড়সড় সুখবর শোনাল মোদী সরকার! জেনে নিন বিস্তারিত ভাবে

পুজোর মরশুমে আয়কর দাতাদের জন্য বড়সড় সুখবর শোনাল মোদী সরকার! জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মার্চ মাসের শেষ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। যদিও আনলক প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত দেশের সমস্ত ক্ষেত্রে স্বাভাবিক হয়নি পরিষেবা। তবে লকডাউনের সময় দেশে অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙ্গে পড়েছিল বলে জানা যায়। জিডিপি একেবারে তলানিতে এসে ঠেকে। অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করেন দেশের ভবিষ্যত অর্থনীতি নিয়ে।

বস্তুত সেই সময়ই লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে সেই পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তাই এই বছর পুজোর মরসুমে আয়কর দাতাদের ক্ষেত্রে সুখবর নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে ২০১৮-১৯ আর্থিক বর্ষের আয়কর রিটার্ন তিনবার বাড়িয়ে ২০২০ সালের ৩০শে নভেম্বর পর্যন্ত করা হয়েছিল। কিন্তু সেই মেয়াদ আবারও বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ২০২০-২১ আর্থিক বর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা নভেম্বর মাস থেকে বাড়িয়ে ৩১শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। যার ফলে যাঁরা আয়কর দেন, তাদের ক্ষেত্রে খানিকটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। অর্থ মন্ত্রকের সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস্ গতকাল এই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে, যে সমস্ত করদাতাদের একাউন্ট অডিট করার প্রয়োজন রয়েছে, তাদের ক্ষেত্রে রিটার্ন জমা দেয়ার সময়সীমা ৩১শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

সেই সঙ্গে এক লক্ষ টাকা পর্যন্ত self-assessment ট্যাক্স এর সময়সীমা বাড়িয়েও ৩১শে জানুয়ারি করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, যে যেসব করদাতা আন্তর্জাতিক অথবা বিশেষ অভ্যন্তরীণ লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আয়কর রিটার্ন এর সময়সীমা ২০২০ সালের নভেম্বর থেকে বাড়িয়ে ২০২১ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তবে এই আইনের আওতায় ট্যাক্স অডিট রিপোর্ট এবং আন্তর্জাতিক ঘরোয়া লেনদেন সংক্রান্ত অডিট রিপোর্টও রয়েছে। তবে এই সমস্ত রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!