এখন পড়ছেন
হোম > জাতীয় > আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়লো!জেনে নিন বিস্তারিত

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়লো!জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে চলছে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ, যা নাজেহাল করে দিচ্ছে দেশের মানুষকে, দেশের অর্থনীতি পড়েছে মুখ থুবড়ে। এই পরিস্থিতিতে করদাতাদের জন্য বিশেষ সুখবর নিয়ে এলো দেশের আয়কর বিভাগ। আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক ধাক্কায় বাড়িয়ে দিল দুমাস। আগামী ৩০ সে সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা ঘোষণা করল আয়কর বিভাগ।

সাধারন নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩১ সে জুলাই এর মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়া হয়ে থাকে। দেশে করোনা সংক্রমনের কারণে এবার তা আরো দুমাস বাড়িয়ে ৩০ সে সেপ্টেম্বর পর্যন্ত করা হলো। দেশের একাধিক রাজ্যে চলছে লকডাউন, অনেক রাজ্যে প্রায় বন্ধ পরিবহন। এই পরিস্থিতিতে ৩১ সে জুলাই এর মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়া যথেষ্ট সমস্যাবহুল বলেই মনে করছে আয়কর বিভাগ। তাই আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও দুমাস বাড়ানো হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেট ট্যাক্সেস বা সিবিডিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা মহামারীতে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জিডিপি বৃদ্ধির হার যতটা আশা করা গিয়েছিল, তা হওয়ার সম্ভাবনা নেই। এ অবস্থায় আয়কর আদায় যে পরিমাণে কম হতে চলেছে, সরকার তা বুঝতে পেরেছে। এ কারণে আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তাঁরা আশা করছেন, এই দুমাসে দেশের করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে।

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেট ট্যাক্সেস বা সিবিডিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সমস্ত মহলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এ ছাড়া আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যাপারে মানুষের সাহায্যার্থে একটি অনলাইন পোর্টাল খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, আগামী ৭ ই জুন থেকে এই পোর্টাল চালু হবার সম্ভাবনা রয়েছে। দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে আয়কর বিভাগের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এর ফলে উপকৃত হতে চলেছেন বহু মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!