এখন পড়ছেন
হোম > জাতীয় > অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের নতুন ‘বায়নায়’ নতুন জটিলতা তৈরী! অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের?

অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের নতুন ‘বায়নায়’ নতুন জটিলতা তৈরী! অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৫ ই আগস্ট অযোধ্যায় প্রধানমন্ত্রীর স্বহস্তে ভূমিপূজনের মধ্যে দিয়ে অযোধ্যায় গ্র্র্থিত হলো রামমন্দিরের ভিত। দীর্ঘ ৫ শতাব্দীর লড়াইয়ের অবসানে শুরু হলো মন্দিরের নির্মাণকার্য্য। গোটা দেশে বিজেপি ও হিন্দু সংগঠনগুলো মাতলো উৎসবে। সকালে রাম পুজো আর বিকেলে দেখা গেল অকাল দীপাবলি, সরযূ নদীর উভয়টির ভরে উঠল আলোক মালায়।

রাম মন্দিরের নির্মাণকে সরকারের এক বিরাট সাফল্য বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবার বার্তা দিলেন। কিন্তু মন্দির নির্মাণ কাজ শুরু হবার পরেই আবার এসে পড়েছে এক নতুন জটিলতা। সম্প্রতি অখিল ভারতীয় আখাড়া পরিষদ দাবি জানিয়েছে যে, অযোধ্যা ও প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিংহালের মূর্তি বসানোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ বিশ্ব হিন্দু পরিষদের এই নেতাই ছিলেন রাম মন্দির আন্দোলনের পুরোধা তথা প্রাণপুরুষ। এছাড়া রাম মন্দির আন্দোলনে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন, যাদের মধ্যে আছেন কলকাতার কোঠারি ভাই তাঁদের স্মরণেও অযোধ্যায় কীর্তি স্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে অখিল ভারতীয় আখাড়া পরিষদ।

রাম মন্দির আন্দোলনে শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করতে ও তাঁদের অবদানকে চির স্মরণীয় করে রাখতে অযোধ্যায় কীর্তি স্তম্ভ সেইসঙ্গে অযোধ্যা ও প্রয়াগরাজে বিশ্ব হিন্দুও পসিদের প্রয়াত নেতা অশোক সিংহালের মূর্তি নির্মাণের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে চলেছে অখিল ভারতীয় আখাড়া পরিষদ।

পরিষদের সেক্রেটারি জেনারেল স্বামী হরি গিরি একথাই জানিয়েছেন। একেই তো রাম মন্দিরের নির্মাণ নিয়ে এতো কাঠখড় পড়াতে হলো সরকারকে এবার আমার নতুন করে মূর্তি নির্মাণ ও স্তম্ভ নির্মাণের দাবিতে সরকারের সমস্যা বাড়বে বলেই অনেকে মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!