এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অযোধ্যায় মন্দির আর বাংলায় হাসপাতাল! করোনা আবহে মমতাকে বড়সড় বার্তা দিলীপের, জানুন বিস্তারে

অযোধ্যায় মন্দির আর বাংলায় হাসপাতাল! করোনা আবহে মমতাকে বড়সড় বার্তা দিলীপের, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 5 ই আগস্ট রাম মন্দিরের ভূমিপূজা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে ইতিমধ্যে বাংলার গেরুয়া শিবিরের সঙ্গে রাজনৈতিক বাকবিতণ্ডা চরমে উঠেছে তৃণমূল শিবিরের। যদিও অযোধ্যায় মন্দির হওয়া নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম আলোচনা শোনা যাচ্ছে। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে অযোধ্যায় মন্দির হওয়া প্রয়োজন আছে, এরকম দাবি করা হচ্ছে সর্বক্ষেত্রে। এদিন উত্তর দিনাজপুরে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়।

এবং এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। উত্তর দিনাজপুর থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এদিন রাজ্য বিজেপি সভাপতি জানিয়ে দেন, অযোধ্যার মন্দিরের পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালের প্রয়োজন। তবে বর্তমানে রাজ্য সরকারের অযোধ্যা মন্দির চিন্তা বাদ দিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দেওয়া উচিত বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। অন্যদিকে এদিন দিলীপ রেশন ব্যবস্থা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষে বিদ্ধ করেছেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার যখন ঘোষণা করেন আগামী ছয় মাস ফ্রী রেশন দেওয়া হবে দেশবাসীকে, ঠিক সেদিনই কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করে দেন আগামী বছরের জুন পর্যন্ত ফ্রী রেশন দেওয়া হবে রাজ্যবাসীকে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন মহলে শুরু হয় তুমুল আলোচনা এই নিয়ে। অন্যদিকে দিলীপ ঘোষ এই প্রসঙ্গ টেনে এনে এদিন সভার সভামঞ্চ থেকে প্রশ্ন তুললেন, রাজ্যে তৃণমূল শাসন কতদিন থাকবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এদিন দিলীপ ঘোষ রাজ্যের শাসনব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন বরাবরের মতো। অভিযোগ জানাতে গিয়ে এদিন দিলীপ ঘোষ হেমতাবাদের বিধায়ক মৃত্যুর ঘটনাও তুলে এনেছেন। দিলীপ ঘোষের অভিযোগ, একুশের বিধানসভার আগে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমানে রাজনৈতিক হিংসা চলছে। দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে অবশ্য তৃণমূল শিবির থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক চললেও তিনি যেভাবে তৃণমূল শিবিরকে কোণঠাসা করতে উদ্যত হন তা কিন্তু যথেষ্ট চাপে ফেলে তৃণমূল শিবিরকে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য যে উত্তর দিনাজপুরের বিজেপি সংগঠনকে যথেষ্ট উজ্জীবিত করবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই রাজনৈতিক মহলের। আপাতত দিলীপ ঘোষের বিভিন্ন অভিযোগ রাজ্যের শাসক শিবির কিভাবে সামাল দেয়, সেদিকে এবার নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!