এখন পড়ছেন
হোম > রাজ্য > আয়ূশ ডাক্তার ও ফার্মাসিস্টদের জন্য সুখবর- বড় সিদ্ধান্ত জানাল রাজ্য সরকার

আয়ূশ ডাক্তার ও ফার্মাসিস্টদের জন্য সুখবর- বড় সিদ্ধান্ত জানাল রাজ্য সরকার

রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম বা আরবিএসকে-এর অার্থিক সাহায্যকে কাজে লাগিয়ে  প্রায় হাজার খানেক আয়ূশ ডাক্তার এবং ফার্মাসিস্ট নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এদের মধ্যে ৪৫৯ জন চিকিৎসক এবং ৫০০ এর বেশি ফার্মাসিস্ট রয়েছেন।  থাকবেন হোমিওপ্যাথি,আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসক। সবথেকে বেশি থাকার সম্ভাবনা হোমিওপ্যাথিক চিকিৎসকদের। বার্ষিক চুক্তিতে নি্যুক্ত হবেন তাঁরা এমনটাই জানা যাচ্ছে দপ্তর সূত্রের খবর থেকে।

এঁরা মূলত জেলায় জেলায় মোবাইল মেডিক্যাল টিম হয়ে কাজ করবেন। রাজ্যসরকার এবং সরকার পোষিত স্কুক এবং অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে গিয়ে পড়ুয়াদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যপরীক্ষা করবেন। তাঁরা মূলত বাচ্চাদের বিভিন্ন রোগের উপসর্গ, পুষ্টিজনিত সমস্যা বা অন্যান্য সমস্যা এছাড়াও জন্মগত কোনো অসুখ বা বিকলঙ্গতা আছে কিনা সেগুলি খতিয়ে দেখবে।

ইতিমধ্যে চিকিৎসকদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেই জানা গিয়েছে দপ্তর সূত্রে। প্রায় পাঁচ হাজার আবেদন পত্র জমা পড়ে গেছে। বর্তমানে আবেদনপত্রের কাগজপত্র ভেরিফিকেশানের কাজ চলছে। এরপর হবে কাউন্সিলিং প্রক্রিয়া। ডাক্তার নিয়োগের কাজটি সেপ্টেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলেই জানা যাচ্ছে। এরপরই ফার্মাসিস্টি নিয়োগের কসজ শুরু করা হবে। চলতি বছরেই দুটি কাজটি সম্পন্ন হয়ে যাবে বলেই আশা রেখেছেন স্বাস্থ্যভবন কর্তারা।

উল্লেখ্য,আরবিএসকে কার্যক্রম অনুযায়ী, রাজ্যে ৮২৮টি মোবাইল মেডিক্যাল ইউনিট আছে। যার মধ্যে প্রতিটি ইউনিটে দু’জন করে ডাক্তার, একজন ফার্মাসিস্ট এবং একজন স্টাফ নার্স থাকার কথা। এই ১৬৫৬ জন চিকিৎসকের মধ্যে রাজ্যের হাতে রয়েছে বর্তমানে ১১০০ এর কিছু বেশি সংখ্যক ডাক্তার। তাই তৈরি হয়েছে শূন্যপদ। ভ্যাকান্সি পূরণ করার জন্যই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেই দপ্তরের এক সূত্র জানিয়েছে। একইভাবে ৮২৮টি মোবাইল মেডিক্যাল টিমের মধ্যে ৩০০ ’র মতো ফার্মাসিস্ট রয়েছেন। বাদবাকি প্রায় ৫০০ ’র মতো ফার্মাসিস্টের শূন্যপদ তৈরি হয়েছে। এসবের পাশাপাশি স্টাফ নার্স পদে নিয়োগ হওয়ার নিয়েও তৈরি হল প্রশ্ন। এ প্রসঙ্গে এক সূত্র জানিয়েছে, এ বিষয়ে এখনও নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার। কারণ, স্টাফ নার্স চাইলেই পাওয়া মুশকিল। এখন ভবিষ্যতে এ ব্যাপারে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এ প্রসঙ্গে তৃণমূল সমর্থিত প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন-এর রাজ্য সভাপতি (হোমিওপ্যাথি) ডাঃ শ্যামল মুখোপাধ্যায় বলেন, হোমিওপ্যাথি সহ আয়ূশের বিভিন্ন শাখায় পড়াশোনা করা বহু ছেলেমেয়েদের এই সিদ্ধান্তের ফলে চাকরি পাওয়ার সুযোগ তৈরি হল। মুখ্যমন্ত্রীর এ উদ্যোগকে অভিনন্দনও জানালেন তিনি এদিন। অল বেঙ্গল বিএএমএস ডক্টর্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান ডাঃ পার্থ সরকারও রাজ্যসরকারের এই উদ্যোগের প্রশংসা করলেন। এবং তাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে যাবতীয় দাবি পূরণ করলেন মুখ্যমন্ত্রী,তার জন্য নেত্রীকে কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!