এখন পড়ছেন
হোম > জাতীয় > আয়ুষ্মান-ভারত প্রকল্পের হাত ধরেই দেশজুড়ে দেড় লক্ষ কর্মসংস্থান? বাড়ছে আশা

আয়ুষ্মান-ভারত প্রকল্পের হাত ধরেই দেশজুড়ে দেড় লক্ষ কর্মসংস্থান? বাড়ছে আশা

এবার কেন্দ্রীয় প্রকল্পে আশার আলো দেখতে পারে বেকার যুবকরা। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং দন্ত চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত নীতির চূড়ান্ত নির্ধারক সংস্থা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বর্তমান উপস্বাস্থ্যকেন্দ্র বা হেলথ অ্যান্ড ওয়েলস সেন্টার গুলিতে এখন থেকে দাঁতের ডাক্তার নিয়োগ করা হবে।

জানা গেছে, কেন্দ্রের “আয়ুষ্মান ভারত” স্বাস্থ্য বিমায় দাঁতের চিকিৎসা এবং অপারেশনের জন্য সুবিধা পাওয়ার পাশাপাশি দেড় লক্ষ দাঁতের ডাক্তার রাখা হবে। যেখানে প্রথম ধাপে আগামী 2022 সালের মধ্যে নিয়োগ করা হবে প্রায় ২০ হাজার দাঁতের ডাক্তার। কিন্তু বাংলায় এই বিডিএস পাসের পর সরকারি চাকরি পাওয়ার সুযোগ থাকলেও বাকি রাজ্যগুলিতে ডেন্টাল সার্জেনদের চাকরি পাওয়ার আশা খুবই কম। ফলে পাস না করলে কি করে এই‌ দেড় লক্ষ্য ডাক্তার নিয়োগ হবে তা ভেবে পাচ্ছেন না অনেকেই।

জানা গেছে, 25 হাজারের বেশি কিছু ছাত্রছাত্রী পরীক্ষা দিলে সেখানে পাস করেন 23 হাজার ছাত্রছাত্রী। ফলে সেই কৃতকার্য পরীক্ষার্থীদের এখানে চাকরির জন্য নিয়োগ করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে পাস করে বসে থাকা এই বিডিএস ছাত্র-ছাত্রীর সংখ্যা বর্তমানে 50000। তাই এই প্রকল্পে সেই সব সেন্টারে দাঁতের চিকিৎসার জন্য নিয়োগ করা হবে সেই ছাত্র-ছাত্রীদেরও।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, সম্প্রতি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী অনুরাগী এক অধ্যাপক কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন যে, এই আয়ুশ শাখার চিকিৎসা পরিষেবা গুলোকে “আয়ুষ্মান ভারত” স্বাস্থ্যবীমায় কেন আনা হয় না? আর যার জেরে প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছিল কেন্দ্রের বিজেপি সরকারকে। আর তাই এবারে ড্যামেজ কন্ট্রোল করতে দাঁতের বেশকিছু চিকিৎসাকে এই “আয়ুষ্মান ভারত” প্রকল্পে যুক্ত করলো কেন্দ্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!