এখন পড়ছেন
হোম > জাতীয় > আয়ুষ্মান ভারত কার্ড বিলিতে বাধা, জনতাই পেটালো তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে, অভিযোগের তীর বিজেপির দিকে

আয়ুষ্মান ভারত কার্ড বিলিতে বাধা, জনতাই পেটালো তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে, অভিযোগের তীর বিজেপির দিকে


সম্প্রতি “আয়ুষ্মান ভারত” নামক কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্য সরকারের বেরিয়ে আসার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই আয়ুষ্মান ভারত প্রকল্পে সাধারণ মানুষকে সুবিধা দিতে ও সেই প্রকল্পের কার্ড সাধারণ মানুষকে পৌঁছে দিতে উদ্যোগ নিলেও সেখানে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। যে ঘটনায় রবিবার তুমুল উত্তেজনা ছড়ায় শহরের 21 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনির চাষিপাড়া এলাকায়।

সূত্রের খবর, এদিন এই চাষিপাড়ায় আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড বিলি করছিলেন পিওন। আর এই কার্ড বিলির খবর পেয়েই সেখানে পৌঁছে যান স্থানীয় শাসক দলের ওয়ার্ড সভাপতি তাপস সাহা ও তৃণমূল কর্মী সমর শিকদার। অভিযোগ, তৃণমূল কর্মীরা পৌঁছে সেখানে পিয়নকে রীতিমত হুমকি দিয়ে বলেন যে, এই কার্ড বিলি করা চলবে না। এমনকি পিয়নের হাত থেকে দু তিনটে কার্ড কেড়ে নিয়ে ছিড়েও ফেলেন তাঁরা।

আর এতেই শাসক দলের কর্মীদের ওপর চরম ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, “সরকারি সুবিধা আমরা নেব না কেন!” সাথে সাথেই সেই তৃণমূলের ওয়ার্ড সভাপতি তাপস সাহা এবং সমর শিকদারকে লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয়ে বেদম মারধর করেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে দুজনেই মাথায় আঘাত পেয়েছেন। বর্তমানে পুলিশ তাঁদের উদ্ধার করে একটি নার্সিংহোমে ভর্তি করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পের রাজ্যের শাসক দলের কর্মীরা কেনই বা বাধা দিতে গেল? এদিন এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “রবিবার দুপুরে পিওন চিঠি বিলি করেন কিভাবে! বিজেপির লোকজন লাঠি, বাঁশ হাতে কার্ড দিচ্ছিলেন। খবর পেয়ে আমাদের দুজন সেখানে গিয়েছেন। আমরা কাউকে হেনস্থা করিনি। ওরাই আমাদের মারধর করেছে।” তাহলে কি রবিবার এই কাজ করা যায় না!

এদিন এই প্রসঙ্গে ডাক বিভাগের আসানসোল ডিভিশনের প্রাক্তন সিনিয়র সুপারিনটেনডেন্ট অভিজিৎ ভট্টাচার্য বলেন, “প্রয়োজনে ছুটির দিনেও পিওন কাজ করতে পারেন।” অন্যদিকে আয়ুষ্মান ভারতের মত কেন্দ্রীয় প্রকল্পে বাধাদানের অভিযোগে শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘোড়ুইও। তিনি বলেন, “ডাকঘর কার্ড বিলি করছিল। এলাকাবাসী প্রতিরোধ করেছেন।”

সব মিলিয়ে এবার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে শাসকদলের বাধাদানের স্থানীয় বাসিন্দাদের হাতে প্রহৃত হতে হল সেই শাসকদলেরই ওয়ার্ড সভাপতি ও এক দলীয় কর্মীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!