এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাবা না মা, কার পদবী ব্যবহার্য হবে সন্তানের জন্য? দিল্লী হাইকোর্টের উল্লেখযোগ্য সিদ্ধান্ত

বাবা না মা, কার পদবী ব্যবহার্য হবে সন্তানের জন্য? দিল্লী হাইকোর্টের উল্লেখযোগ্য সিদ্ধান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একটি শিশু জন্মের পর থেকেই তাঁর মাকে সবার আগে চেনে। এমনকি বাচ্চা যখন কথা বলতে শেখে, তখনও সবার আগে তাঁর মুখে মা ডাক শোনা যায়। কিন্তু তা সত্বেও মায়ের পদবী ব্যবহার করার ক্ষেত্রে এখনো বাধার সম্মুখীন হতে হয়। সমাজ এক্ষেত্রে এখনও অনেকটাই পিছিয়ে আছে বলে মনে করেন সমাজতত্ত্ববিদরা। এই নিয়ে নানান বিতর্ক তৈরি হয়ে আসছে যুগ যুগ ধরে। বরাবরই বাচ্চাদের বাবার পদবী দেওয়া হয়, কেন মায়ের পদবী দেওয়া হবে না তা নিয়ে প্রশ্ন উঠছে।

সম্প্রতি দিল্লি হাইকোর্টে এরকমই একটি মামলা উঠেছিল। আর সেই সূত্রে দিল্লি হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সর্বক্ষেত্রে বাবার পদবী ব্যবহার করা বাধ্যতামূলক নয়। মায়ের পদবীও একইভাবে সন্তান ব্যবহার করতে পারে স্বইচ্ছায়। স্বাভাবিকভাবেই দিল্লি হাইকোর্টের এই রায় নিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনা। সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি অদ্ভুত কেস আসে, যেখানে মেয়ে মায়ের পদবী ব্যবহার করার ফলে এক ব্যক্তি বাচ্চা যাতে স্কুলে গিয়ে তাঁকে বাবা হিসাবে পরিচয় না দেয় সে রকম আর্জি জানায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওই ব্যক্তির সঙ্গে আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তাঁর স্ত্রীর। কিন্তু বাচ্চা বাবার পদবী ব্যবহার না করে কেন মায়ের পদবী ব্যবহার করছে, এই নিয়ে চলছিল দীর্ঘদিন যাবৎ সংঘাত। যার ফলে বাচ্চার বাবা মা আদালতের দ্বারস্থ হয়। আর সেখানেই হাইকোর্টের বিচারপতির রেখা পল্লী জানিয়ে দেন, একজন বাবা তাঁর মেয়েকে বা ছেলেকে কখনোই নির্দেশ দিতে পারেন না যে সন্তানকে বাবার পদবীই বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে বলে। বাবার পাশাপাশি মায়ের নামের পদবীও ব্যবহার করার সমান অধিকার রয়েছে সন্তানের।

সুতরাং সন্তান কোন পদবী ব্যবহার করবে তা সন্তান ঠিক করবে, বাবা কিংবা মা নয়। যথারীতি দিল্লি হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে পদবী সংক্রান্ত সমস্যায় মায়েদের বিশাল নৈতিক জয় হল বলেই মনে করা হচ্ছে। তবে দিল্লি হাইকোর্টের এই রায় বাবাদের খুশি করতে পারলো কিনা তা নিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে ব্যাপক তর্ক বিতর্ক। দীর্ঘসময় ধরে এই পদবী বিতর্ক চলে আসছে, কার্যত একটা সামাজিক নিয়মে পরিণত হয়েছে বাবার পদবী ব্যবহার করা। সে জায়গায় দিল্লী হাইকোর্টের একটা নির্দেশ কি এই নিয়মের বদল ঘটাতে পারবে? এটাই এখন বড় প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!