এখন পড়ছেন
হোম > জাতীয় > বাবা রামদেবকে নিয়ে আবার চূড়ান্ত অস্বস্তিতে বিজেপি

বাবা রামদেবকে নিয়ে আবার চূড়ান্ত অস্বস্তিতে বিজেপি

হস্পতিবার মহারাষ্ট্র বিধান পরিষদে পতঞ্জলির ওপর বিজেপি সরকারের পক্ষপাতের বিষয়টি তে আলোকপাত করলেন বিরোধী নেতা সঞ্জয় দত্ত। তিনি বিধান পরিষদে সরকারের কাছে জানতে চাইলেন কেনও সরকারি ওয়েব পোর্টালে বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলির পণ্যদ্রব্য কেন বিক্রি করা হবে? কী করে একটি ব্যক্তিগত সংস্থার পণ্য এভাবে সরকারি পোর্টালে জায়গা করে নিতে পারে ? একই সুবিধা কেনও অন্যান্য সংস্থা পাবেনা ?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সঞ্জয় দত্তের করা এই প্রশ্নের জবাবে মহারাষ্ট্রের খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী গিরিশ বাপট বললেন , “বাবা রামদেব যোগে দেশের নাম উজ্জ্বল করেছেন। তিনি রাষ্ট্রপুরুষ। যোগ এবং স্বদেশী উত্‍পাদনে তাঁর ভূমিকা নিয়ে কোনও মন্তব্য করা উচিত নয়।” গিরিশ বাপটের এই মন্তব্যে কার্যতই অশান্ত হয়ে ওঠে বিরোধী শিবির। বিরোধীদের মতে, রামদেবকে রাষ্ট্রপুরুষ বলে রাষ্ট্রপুরুষদের অপমান করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!