এখন পড়ছেন
হোম > অন্যান্য > সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত গোপনীয়তা হনন? সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ অভিনেতার কন্যার!

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত গোপনীয়তা হনন? সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ অভিনেতার কন্যার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা সংক্রমণ কিছুটা কাটিয়ে উঠতে পেরেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক পরিস্থিতি আগের থেকেও কিছুটা স্থিতিশীল। তবে সমস্যা হচ্ছে, হাসপাতালে ভর্তি হবার পর থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে শোনা যাচ্ছিল নানা গুজব। আর তাই নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁর সজনদের।

এত কিছুর মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয় স্বভাবতই হতাশ হয়েছিলেন তাঁরা। জানা যায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাসপাতালে চিকিৎসারত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি। যা দেখার পরে মর্মাহত হন এই বর্ষীয়ান অভিনেতার পরিবারবর্গ। সেইসঙ্গে তাঁর মেয়েকে বলতে শোনা যায়, করোনা আক্রান্ত তাঁর বাবাকে নিয়ে যথেষ্টই উদ্বেগেই রয়েছেন তাঁরা সকলে।

তাই তার মধ্যেই আইসিইউতে থাকা তাঁর বাবার ছবি বা মেডিকেল বুলেটিন ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়েছেন তাঁরা। তাই সমস্ত মানুষের কাছে তিনি নিবেদন জানিয়েছিলেন, তাঁর বাবার ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করতে এবং তাদের পারিবারিক ব্যক্তিগত বিষয়টিকে রক্ষা করার জন্য। কিন্তু সেই অনুরোধেও কাজ না হওয়ায়, এবারে সোশাল মিডিয়ায় আবারও নিজের ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতার কন্যা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, তাঁর বাবা একজন তারকা হলেও তিনি সাধারণের সম্পত্তি নন। তাই তাঁকে নিয়ে যা খুশি তাই লিখে দেওয়া যাবে, তাঁর যেকোনও ছবি পোস্ট করে দেওয়া যাবে, সেটা উচিত না। এতগুলো বছর থেকে সিনেমা এবং থিয়েটারের মাধ্যমে এত সুখের স্মৃতি মানুষকে অভিনেতা দিয়েছেন। তাই তার পরিবর্তে তাঁর শারীরিক অসুস্থতার সময় একটু গোপনীয়তা, একটু ব্যক্তিগত পরিসর তাঁকে দেওয়া যায় কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তাঁর কথায়, তাঁরা সকলে মিলে দিন রাতের কথা না ভেবে তাঁর বাবার এই লড়াইয়ে জেতার জন্য সামিল হয়েছেন। অভিনেতা নিজে থেকে খাবার পর্যন্ত খেতে পারছেন না, কথা বলতে পারছেন না, এমন অসহায় অবস্থায় তাঁর ছবি তুলে ধরা তাঁর কাছে অত্যন্ত খারাপ কাজ। আর তাঁর মতে এই কাজ করে যারা স্মার্ট হতে চাইছেন, তাদের উদ্দেশ্য তিনি একটাই কথা বলেছেন যে, তাঁদেরও মনে রাখা উচিত সেই মানুষটিও করো স্বামী, করো বাবা। তারপর তিনি জনগনের সম্পত্তি।

তবে সেই সঙ্গে শ্রীজাত, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, অনির্বান চক্রবর্তীর মত বিশিষ্ট শিল্পীদের পোস্টে উল্লেখ করে তিনি এত কিছুর পর আবারও সকলকে অনুরোধ করেছেন, দয়া করে তাঁর বাবাকে কোনোভাবেই যেন বিরক্ত না করা হয়, এইটুকু ভদ্রতা যেন দেখান হয়। সেইসঙ্গে তিনি যাতে সুস্থ হয়ে উঠে আরও বেশ কিছু বছর সকলকে বিনোদনের আনন্দ দিতে পারেন, এটাই আশাই করতে বলেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!