এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাবার জামিন নিয়ে অসন্তুষ্ট, কি বললেন জেনে নিন

বাবার জামিন নিয়ে অসন্তুষ্ট, কি বললেন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নারদ মামলার শুনানিতে বৃহত্তর বেঞ্চ গঠন করে আদালত। ৫ জন বিচারপতি এই বৃহত্তর বেঞ্চে রয়েছেন। আগামী সোমবার হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি হবে। শুনানি না হওয়া পর্যন্ত নারদ কান্ডে অভিযুক্ত রাজ্যের ৪ হেভিওয়েটকে গৃহবন্দি’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশের পর প্রেসিডেন্সি জেল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

হাইকোর্টের এই নির্দেশ নিয়ে গণমাধ্যমে বেশ কিছু বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। বাবার জামিনের পরিবর্তে গৃহবন্দি থাকার আদালতের নির্দেশ নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করলেন তিনি। এ প্রসঙ্গে প্রিয়দর্শিনী হাকিম জানালেন, তাঁর বাবাকে গৃহবন্দি হয়ে থাকতে হবে, এখনো তাঁর বাবাকে জামিন দেওয়া হয়নি। তাঁর বাবার হাতে একটি পেন্সিল ধরিয়ে দেয়া হয়েছে, যে পেন্সিলের শিস ভাঙ্গা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রিয়দর্শিনী হাকিম জানালেন, সামনেই সাইক্লোন আসতে চলেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘূর্ণিঝড় আম্ফানের চেয়েও ভয়ঙ্কর হবার আশঙ্কা আছে। কিন্তু তাঁর বাবা কলকাতার পুরপ্রশাসক হয়েও রাস্তায় দাঁড়িয়ে থেকে দুর্যোগ মোকাবিলার কাজে যোগদান করতে পারবেন না। এতে তিনি যথেষ্ট আক্ষেপ প্রকাশ করলেন। তিনি জানালেন, সুপ্রিমকোর্টে তাঁরা ক্যাভিয়েট দাখিল করেছেন। ফলে সিবিআই যদি সুপ্রিম কোর্টে যায়, তবে তাঁদের বক্তব্যও শোনা হবে।

এরপর তৃণমূল কর্মীদের প্রতি বেশকিছু আর্জি রেখেছেন প্রিয়দর্শিনী হাকিম। দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, তৃণমূল কর্মীরা যেন এমন কিছু না করেন, যাতে আদালত অবমাননা হয়। জেলে থাকার পরিবর্তে তাঁর বাবা বাড়ি ফিরছেন বলে, কিছুটা হলেও তাঁরা মানসিক শান্তি পেয়েছেন। সাংবাদিকদের কাছে, আইনজীবীদের কাছে তিনি জানতে পেরেছিলেন যে, তাঁর বাবার জ্বর এসেছিল। কিন্তু তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসেনি। তিনি জানালেন, তাঁর বাবার প্রচুর রেস্ট্রিকশন আছে। এখন তাঁর বাবা তাঁদের চোখের সামনে থাকতে পারবেন, এটাই তাঁদের শান্তি।

গৃহবন্দি থাকা অবস্থায় রাজ্যের এই চার হেভিওয়েট কি কি করতে পারবেন? তার একটি নির্দেশিকা জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে। যেখানে জানানো হয়েছে যে, গৃহবন্দি অবস্থায় ভিডিও কনফারেন্সের রেকর্ড রাখতে হবে। ভার্চুয়ালি তাঁরা কার সঙ্গে? কি কি কথা বলছেন? সমস্ত কিছুর রেকর্ড রাখতে হবে। এ অবস্থায় তাঁদের বাড়িতে কে কে আসছেন? তার রেকর্ড রাখতে হবে। বাড়িতে যদি সিসিটিভি ক্যামেরা না থাকে, তবে তা বসাতে হবে। বাড়ির বাইরেও সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে আদালত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!