এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ফের বাবুলের বিরুদ্ধে এফআইআর কমিশনের, বড়সড় চাপে বিজেপি প্রার্থী

ফের বাবুলের বিরুদ্ধে এফআইআর কমিশনের, বড়সড় চাপে বিজেপি প্রার্থী

প্রথম থেকেই গন্ডগোলের কিছুটা আশঙ্কা ছিল। আর ভোটপর্ব শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই গন্ডগোল চরম আকার নিল আসানসোলে। বস্তুত, চতুর্থ দফায় এই আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনেকে কেন্দ্র করে প্রথম থেকেই রাজনৈতিক মহলে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়েছিল।

কেননা গতবার আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি দখল করলেও এবার এই কেন্দ্রে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃনমূল নেত্রী এখানে প্রার্থী করেছেন বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেনকে। আর তৃণমূলের মুনমুন বারাম বিজেপির বাবুলের লড়াইয়ে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসে তা নিয়ে প্রথম থেকেই চলছিল জোর চাপানউতোর। আর আজ সেই আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনকে ঘিরে সেই বিজেপির বাবুল সুপ্রিয়র ধমকের মুখে পড়লেন প্রিসাইডিং অফিসার বলে অভিযোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পরই আসানসোলের বারাবনির 199 নম্বর বুথে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি অভিযোগ করে, তৃণমূল তাদের এজেন্টকে বের করে দিয়ে ভেতরে ব্যাপক ছাপ্পা দিচ্ছে। আর নেতাকর্মীদের কাছ থেকেই এহেন খবর পেয়েই সেখানে ছুটে আসেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

অভিযোগ, বুথে ঢুকে তৃণমূলের এজেন্টকে ধমক দেওয়ার পাশাপাশি প্রিসাইডিং অফিসারকেও ধমকাতে দেখা যায় তাকে। আর এতেই তীব্র বিতর্কের মুখে পড়েন বিজেপির বাবুল সুপ্রিয়। বুথের ভেতরে ঢুকে একজন প্রশাসনিক আধিকারিককে তিনি কিভাবে ধমক দিতে পারেন তা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করে প্রশ্ন।

এদিকে বাবুল সুপ্রিয় বুথ থেকে বের হতেই তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী-সমর্থকরা। এমনকি বাবুলের গাড়ির কাচও ভেঙ্গে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এরপরই প্রিসাইডিং অফিসারকে ধমকানোর অভিযোগে কমিশনের পক্ষ থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে এবার বুথের ভিতরে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমকানোর অভিযোগে বিতর্কের শিরোনামে উঠে এলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!