এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বাবুল-গড় বলে কিছু নেই, আসানসোল নিয়ে আত্মপ্রত্যয়ী বিজেপি!

বাবুল-গড় বলে কিছু নেই, আসানসোল নিয়ে আত্মপ্রত্যয়ী বিজেপি!


প্রিয়বন্ধু  মিডিয়া রিপোর্ট- 2014 সালের পর 2019 সালেও বিজেপি টিকিটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন বাবুল সুপ্রিয়। আসানসোল বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু সেই বাবুল সুপ্রিয় এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই আসানসোল পৌরসভা নির্বাচনে এবার বিজেপি বোর্ড গঠন করতে পারবে কিনা, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে সংশয়।

আর এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয়কে নিয়ে যে সমস্ত কথা বলা হচ্ছে, তাকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। তিনি বুঝিয়ে দিলেন যে, বাবুল সুপ্রিয় না থাকলেও, বিজেপির কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে আসানসোল বিজেপির শক্ত ঘাঁটি এবং এখানে বিজেপি ভালো ফল করবে বলে জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

 

সূত্রের খবর, আজ বিধাননগরে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে যান দিলীপ ঘোষ। আর সেখানেই বাবুল সুপ্রিয়কে নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আসানসোলের ব্যাপারে যে বিজেপি আত্মবিশ্বাসী, তা জানিয়ে দেন এই হেভিওয়েট বিজেপি নেতা। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আসানসোলে গতবার বাবুল সুপ্রিয় থাকতে আমরা লড়েছি। এবারে বাবুল সুপ্রিয়কে বাদ দিয়ে আমরা লড়ব। বিজেপি পুরো শক্তি দিয়ে নেমেছে। ওখানে সংঘর্ষ, ভয় দেখানো, মারপিট শুরু হয়ে গিয়েছে। ওখানে বিজেপিকে ওনারা ভয় পাচ্ছেন।”

একাংশ বলছেন, দিলীপ ঘোষ নিজের দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে চাইলেন। বাবুল সুপ্রিয় চলে গিয়েছে বলেই যে বিজেপির জনপ্রিয়তা আসানসোলে নষ্ট হয়ে গিয়েছে, তা যে একেবারেই অমূলক, তা বুঝিয়ে দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!