এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাবুল কি এবার তৃণমূলে? সম্ভাবনা জিইয়ে রেখে প্রতিক্রিয়া রাজ্যের জেভিওয়েট মন্ত্রীর

বাবুল কি এবার তৃণমূলে? সম্ভাবনা জিইয়ে রেখে প্রতিক্রিয়া রাজ্যের জেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাবুল সুপ্রিয়র রাজনীতি থেকে অবসর গ্রহণের কথা প্রকাশ্যে আসতেই দলবল নির্বিশেষে একাধিক প্রতিক্রিয়া বিভিন্ন রাজনৈতিক নেতাদের। আর তার মধ্যে তৃণমূল অন্যতম। সম্প্রতি বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, তিনি রাজনীতি ছাড়ছেন। তবে দলবদল নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক মহলের অনুমান, দলের প্রতি একাধিক ক্ষোভ এবং মন্ত্রীত্ব কেড়ে নেওয়ার প্রতিবাদে বাবুলের এই সিদ্ধান্ত। অন্যদিকে বাবুলের রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবার এবার রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক জোরদার প্রতিক্রিয়া দিলেন। একই সাথে তিনি গেরুয়া শিবিরের বিরুদ্ধেও তীব্র কটাক্ষ করেছেন।

এদিন তিনি জানিয়েছেন, মোদি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বিজেপি এরাজ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। রাজ্যের প্রায় সব বিজেপি নেতা একে একে পদত্যাগ করবেন। একটা সময় বিজেপি পার্টি অফিসে তালা খোলার লোক থাকবেনা। খুব স্বাভাবিকভাবেই মলয় ঘটকের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। কার্যত আসানসোল উত্তরের বিধায়ক হলেন এই মলয় ঘটক। এবং তাঁর বিধানসভা কেন্দ্রটি আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যার সাংসদ হলেন বাবুল সুপ্রিয়। রবিবার আসানসোলে তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আর সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং বাবুল সুপ্রিয়কে নিয়ে প্রতিক্রিয়া দেন।

প্রশ্ন ওঠে, বাবুল কি এবার তৃণমূলে যোগ দিতে পারেন? কার্যত সেই সম্ভাবনাকে জিইয়ে রেখে মলয় ঘটক জানান, আগামী দিনে কি হবে তা মমতা বন্দোপাধ্যায়ের সিদ্ধান্তই বলবে। তবে বাবুল সুপ্রিয়কে নিয়ে এদিন একরাশ অভিযোগ করেছেন মলয় ঘটক। তাঁর মতে, বাবুলের আমলেই হিন্দুস্তান কেবলস, বার্ন স্ট্যান্ডার্ড সহ একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্বল হয়ে পড়েছে। বহু কেন্দ্রীয় শিল্প সংস্থায় তালা ঝুলেছে। কিন্তু বাবুলকে কোন সময়ে এই নিয়ে সরব হতে দেখা যায়নি। এমনকি আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে পুনরুজ্জীবনে বাবুল সুপ্রিয়র কোনো ভূমিকা নেই বলে অভিযোগ উঠেছে। বাবুল সুপ্রিয়র সঙ্গে মলয় ঘটকের বিরোধিতার কারণে বিভিন্ন সভা-সমাবেশে বাবুলে উদ্দেশ্যে রীতিমতো কটাক্ষ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি বাবুলকে আসানসোলের মানুষ দেখতে পান না বলেও কটাক্ষ করেন মলয় ঘটক। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আসানসোলে  উন্নয়নের প্রসঙ্গ যেমন উঠে এসেছে তৃণমূল বিধায়কের কন্ঠে, পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি ব্যাপক ক্ষোভ উগড়ে দিয়ে মলয় ঘটক জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকারের নীতির শিকার আজ গোটা বাংলার মানুষ। বিজেপি সস্তার রাজনীতি করে বলে তাঁর অভিযোগ এবং একুশের বিধানসভা নির্বাচনে মানুষ এই সবের জবাব দিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী।

অন্যদিকে আগামী দিনে বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও যে বিজেপির হার হবে তার ইঙ্গিত দেন মন্ত্রী মলয় ঘটক। সম্প্রতি তিনি ত্রিপুরাতেও ঘুরে এসেছেন। অন্যদিকে বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়লেও কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই দলবদল করবেন না। বরাবরই তিনি বিজেপিকে সমর্থন করবেন। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনীতিতে কোন কিছুই নিশ্চিতভাবে বলা যায়না। তাই বাবুলের মতামত যে আগামী দিনেও একই থাকবে তা বলা যাচ্ছে না। আর সেই সূত্রেই এবার ধীরে ধীরে দড়ি টানাটানি জমছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!