এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাবুল সুপ্রিয়র দল ও রাজনীতি ছাড়ার বার্তা দেবার প্রেক্ষিতে বক্তব্য জিতেন্দ্র তিওয়ারির

বাবুল সুপ্রিয়র দল ও রাজনীতি ছাড়ার বার্তা দেবার প্রেক্ষিতে বক্তব্য জিতেন্দ্র তিওয়ারির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় বাবুল সুপ্রিয় ও জিতেন্দ্র তিওয়ারির মধ্যে যথেষ্ট বিরোধ ছিল। জিতেন্দ্র তিওয়ারিকে দলে নিতে আপত্তি করেছিলেন বাবুল সুপ্রিয়। যদিও পরবর্তীকালে বিজেপিতে স্থান দেওয়া হয় জিতেন্দ্র তিওয়ারিকে। এখনও তিনি বিজেপির নেতা। অনেকে মনে করছেন, তাঁকে দলে নেয়ার কারণেই দলের প্রতি ক্ষুব্ধ হয়ে এই ধরনের পদক্ষেপ নিতে পারেন বাবুল সুপ্রিয়। তবে, গতকাল বাবুল সুপ্রিয় দলত্যাগ করায় দুঃখ প্রকাশ করলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানালেন, তাঁর সঙ্গে কখনোই বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত সম্পর্ক খারাপ ছিল না।

গতকাল সন্ধ্যায় বাবুল সুপ্রিয়র রাজনীতি থেকে বিদায়বার্তা জানাবার পর এ প্রসঙ্গে বক্তব্য রেখেছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানালেন, একজন সাংসদ হিসেবে বাবুল সুপ্রিয়র এখনো অনেক কিছু দেবার বাকি আছে আসানসোলকে। তিনি জানালেন, বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক কখনোই খারাপ ছিল না। বাবুল সুপ্রিয়র দলত্যাগের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানালেন যে, সংবাদ মাধ্যমে বাবুল সুপ্রিয়র এই ফেসবুক পোস্টের খবর তিনি পেয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত আসানসোলের জন্য কখনোই ভালো হলো না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন, কিছুদিন আগেই বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর কথা হয়েছিল। সেসময় তিনি জানতে চেয়েছিলেন যে, কবে আসছেন তিনি? তাঁর উত্তরে বাবুল সুপ্রিয় তাঁকে জানিয়েছিলেন যে, তিনি যাবেন। আবার একসঙ্গে ঘুরবেন। তারপর কেন এমন করলেন তিনি? তা তিনি জানেন না। যতক্ষণ না তাঁর সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণ তিনি বিষয়টি বলতে পারবেন না। তবে বাবুল সুপ্রিয় রাজনৈতিক পরিসরে থাকুন, এটাই চান তিনি। একজন সাংসদ হিসেবে আসানসোলকে তাঁর দেবার এখনো অনেক কিছু বাকি আছে।

জিতেন্দ্র তিওয়ারি আরও জানালেন যে, তিনি মনেপ্রাণে চাইছেন বাবুল সুপ্রিয় যেন সাংসদ পদে থাকেন, রাজনীতি যেন না ছেড়ে দেন। তিনি কেন এমন করছেন? তা একমাত্র সঠিক ভাবে তিনিই বলতে পারবেন। তবে তিনি তা জানার চেষ্টা করবেন। তাঁরা চাইবেন, তিনি যেন তাঁর সাংসদ পদে থেকে যান। বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর একসময়ের দ্বন্দ্ব সম্পর্কে তিনি জানালেন যে, বাড়িতে পাঁচটা ভাই থাকলে তাদের মধ্যে অনেককিছু হয়েই থাকে। বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক কখনোই খারাপ ছিল না, সেটা তিনি জানেন। তিনি কোনোভাবেই তাঁর এই পদক্ষেপের কারণ হতে পারেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!