এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের মামলার জালে জড়ালেন বাবুল সুপ্রিয়, জেনে নিন

ফের মামলার জালে জড়ালেন বাবুল সুপ্রিয়, জেনে নিন

ফের তৃণমূলের অভিযোগের নিশানায় হেভিওয়েট বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার সাহস দেখিয়েছেন বাবুল সুপ্রিয়,এই অভিযোগকে সামনে রেখেই আসানসোল দক্ষিণ থানায় সাংসদ তথা কেন্দ্রিয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস।

সেই একই অভিযোগ দ্বিতীয় দফায় বাবুলের বিরুদ্ধে দায়ের করা হল বর্ধমানের শক্তিগড় থানায়। একদিকে লোকসভা ভোটের পারদ চড়ছে ক্রমশ। একদিকে নির্বাচনী প্রচার নিয়ে চূড়ান্তভাবে ব্যস্ত রয়েছেন রাজনৈতিক দলের নেতা। অন্যদিকে,রাজনৈতিক তরজাতে নিয়েও ভোটের ময়দান গরম করছে যুযুধান গোষ্ঠীগুলি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রশাসনিক সূত্রের খবর,অপরাধকে ইন্ধন জোগানোর অভিযোগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বর্ধমানের শক্তিগড় থানায় শ্যামল মণ্ডল এবং তন্ময় ঘোষ নামের দুই সিভিক ভলেন্টিয়ার এফআইআর দায়ের করেন। প্রসঙ্গত,গত সোমবার কোলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে শক্তিগড়ে থেমেছিলেন বাবুল।

নিরাপত্তার কারণে একাধিক গাড়িতে নিয়ন্ত্রণ করছিলেন তিনি,এমনটাই অভিযোগ সিভিক ভলেন্টিয়ারদের। সেই সময় গাড়িতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে ইঁটি ছোড়েন বাবুল সুপ্রিয় এবং তাঁর সঙ্গীরা। সিভিক ভলেন্টিয়রা এর বিরোধ করতে গেলে তাঁদের কাজে বাঁধা দেওয়া হয়,এমনকি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, দিনকয়েক আগে বাবুল সুপ্রিয় ট্যুইটারে একটি ভিডিও প্রকাশ করে জানান,’এই দেখুন, মাননীয় অভিষেক ব্যানার্জী, অর্থাত্‍ যাঁকে মানুষ ‘পিসির ভাইপো’ বলে জানেন, তিনি যাবেন বলে দুঘন্টা আগে থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার জাতীয় সড়কের দুধারে (শক্তিগড়ে)দড়ি দিয়ে ব্যারিকেড করছে। পড়বি তো পর আমার সামনে। দড়ি খুলে দিয়েছি ..’ এরপরই বাবুলের নামে মামলা দায়ের হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনৈতিক মহলে। এই প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে সেটাই দেখার!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!