এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দিদির ভাইদের কোটি কোটি টাকার সম্পত্তি, সাততলা বাড়ি কোথা থেকে এল – প্রশ্ন বাবুলের

দিদির ভাইদের কোটি কোটি টাকার সম্পত্তি, সাততলা বাড়ি কোথা থেকে এল – প্রশ্ন বাবুলের


আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের দলীয় প্রচারে বর্ধমানের মেমারি’র মহেশডাঙা’তে দলীয় প্রচার কার্যে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন তিনি দলীয় কর্মসূচী থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস’কে কার্যত হুঁশিয়ার করে বললেন, দিদিও ভয় পেয়েছেন, দিদির ভাইয়েরা ভয় পেয়েছেন। তাই লাগাতার বাধা চলছে। রাজ্যে সন্ত্রাসের আবহ তৈরি করা হয়েছে পূর্বপরিকল্পিতভাবে। এদিন তাঁর গোটা ভাষণ জুড়েই ছিলো রাজ্য সরকার সহ শাসকদলকে তীব্র আক্রমন। তিনি বলেন, তৃণমূল ভয় পেয়েছে বলেই, মনোনয়ন করতে বাধা দিয়েছে। মনোনয়ন পর্ব থেকেই প্রবল গণ্ডগোল পাকানো হচ্ছে। মনোনয়ন করতে দেওয়া হয়নি, মনোনয়ন করলেও প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে, তারপর জোর করে প্রার্থীদের শাসকদলে যোগ দেওয়ানো হচ্ছে। এইসব হচ্ছে শুধু ভোটে হারার আতঙ্কে। ভোট ব্যালট বক্স পর্যন্ত গেলে তৃণমূল নির্মূল হয়ে যাবে, তাই আগেই ভোট শেষ করে দিতে তত্‍পর তৃণমূল।

গোটা মনোনয়ন পর্ব জুড়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ভূমিকার কঠোর সমালোচনা করেন কেন্দ্রীয়মন্ত্রী। তিনি বলেন, রাজ্যের শাকদল যে ভূমিকা পালন করছে, তারপর ওই দলকে আমি আর টিএমসি বলি না, আমি বলি টিএমছি। বাবুল সুপ্রিয়র আরো দাবি, সরকার রাজ্যের সাধারণ মানুষকে তাদের নায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। তিনি আরো বলেন, কোনও টাকা সরকারের নয়। সব টাকা সাধারণ মানুষের। সাধারণ মানুষের করের টাকায় সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়। কিন্তু এই সরকার সেই পরিষেবা দিতে পারছে না। রাজ্য সরকার ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, সাধারণ মানুষের করের টাকায় নিজেদের উদর পূর্তি করছে তৃণমূল কংগ্রেস নেতারা। দিদির ভাইয়েরা কোটি কোটি টাকার সম্পত্তি করে ফেলেছেন এই ক-বছরেই। পঞ্চায়েত প্রধানের সাততলা বাড়ি। এই অট্টালিকা কাদের টাকায় বানিয়েছেন তাঁরা? স্থানীয় সূত্রের খবর, বাউল সুপ্রিয়র সভায় ভিড় উপচে পড়েছিল, পরে তিনি রোড-শো করেন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!