এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রীতিমত তথ্য তুলে ধরে করোনা থেকে রেশন নিয়ে মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমন বাবুল সুপ্রিয়র

রীতিমত তথ্য তুলে ধরে করোনা থেকে রেশন নিয়ে মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমন বাবুল সুপ্রিয়র


প্রথমদিকে বেশ ভালোই চলছিল। সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। আশা করা হয়েছিল, গোটা ভারতে করোনা যখন দিনকে দিন বাড়ছে, তখন বাংলায় শাসক-বিরোধী সবাই এককাট্টা হয়ে যাওয়ায় এই করোনাকে খুব সহজেই প্রতিহত করা যাবে। কিন্তু যত দিন যাচ্ছে, ততই বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। বিরোধীরা অবশ্য দাবি করে বলছেন, রাজ্যে এখনও পর্যন্ত যতগুলো করোনা আক্রান্তের সংখ্যা ফাঁস হয়েছে এবং যতগুলো মৃত্যু হয়েছে, তার থেকে অনেক বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে।

কিন্তু সরকার আসল তথ্যকে নাকি চেপে যাচ্ছে। আর বিরোধীদের এই দাবি নিয়ে এখন গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রথমদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা মোকাবিলায় ভূমিকা নিয়ে সকলে প্রশংসার বন্যা বইয়ে দিলেও, যত দিন যাচ্ছে, তত রাজ্য সরকারের তথ্য কারচুপির অভিযোগ তুলে বিরোধীদের সরব হওয়ার ঘটনাতে অস্বস্তিতে পড়ছে শাসকপক্ষ। আর এবার করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার তীব্র সমালোচনা করলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

সূত্রের খবর, এদিন বিজেপির এই হেভিওয়েট নেতা ফেসবুক পেজে বেশকিছু তথ্য তুলে ধরেন। যেখানে তিনি লেখেন, “অন্তত 5 জন নামি চিকিৎসক আমাকে ফোন করে বলেছেন, কেন প্রচুর টেস্ট করা দরকার। 29500 কিট শেষ করুন। তারপর আরও চান। তবে তো বুঝব, সরকার সাধ্যমত কাজ করছে। কেএমসি মৃতদেহ সৎকারের কাজ করে কি করে পাবলিক হয়ে গেল, সেটা নিয়ে দিদির আমলারা খুব চিন্তিত। কিন্তু ফুলের মার্কেটের বিপজ্জনক ভিড় নিয়ে নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর করোনা মোকাবিলায় পরিকাঠামো থেকে শুরু করে আক্রান্তের সংখ্যা ছাপিয়ে দেওয়া নিয়ে বাবুল সুপ্রিয়র তোপের মুখে পড়ে যে ব্যাপক অস্বস্তি শুরু হবে রাজ্যের শাসকদলের, তা বলার অপেক্ষা রাখে না। এদিন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, “আজ আমার কাছে একটা দুঃখের দিন। আজ আসানসোলে করোনাতে একজন মারা গেছেন। এটাই প্রথম। তাই বোকার মত সাহস না দেখিয়ে আমি মানুষকে আরও সাবধান হতে বলব।”

তিনি আরও লিখেছেন, “ব্রেক থেকে পা তুলে নেওয়ার সময় এটা নয়। নাইসেডের পরিসংখ্যান দিদির পছন্দ নয় বলে 29500 টেস্টিং কিট পড়ে থাকবে! কোন যুক্তিতে এটা মেনে নেব, কেনইবা মেনে নেব?” অন্যদিকে রেশন সামগ্রী লুট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কেন্দ্রের এই হেভিওয়েট মন্ত্রী। তিনি বলেন, “রেশন দোকানের সামগ্রী লুট হচ্ছে। মানুষ দাঁড়িয়ে দেখছে। কারণ পুলিশও দেখছে। প্রতিবাদ করলে দিদির রাজত্বে যেটুকু পাচ্ছে, তাও পাবে না।”

তিনি বিস্ফোরকভাবে বলেন, “যারা দিদির ভক্ত, যারা তৃণমূল করে তারাও জানে আমি যা বলছি, তা সত্যি। তাই অত্যন্ত বিনয়ের সাথে মাননীয়া দিদিকে এটাই বলব, বাজারের দায়িত্বে থেকে দায়িত্ব নিয়ে ফুলের বাজার খুলে দেবেন না। মানুষের পাশে যদি থাকতে চান, তাহলে মানুষকে বোঝান।” বিশেষজ্ঞরা বলছেন, যতদিন আসছে, ততই করোনার ভয়াবহ রূপ সামনে আসতে শুরু করেছে।

আর এমন একটা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাজ্যে লকডাউন বজায় থাকলেও, বেশ কিছু ক্ষেত্রে শিথিল করার ঘোষণা করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মিষ্টির দোকানের পর ফুলের দোকান খুলে দেওয়ার মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে সামাজিক দূরত্ব বারবার বিঘ্নিত হচ্ছে। আর সে কথা তুলে ধরেই এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির বাবুল সুপ্রিয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!