এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাবুল সুপ্রিয় দল ছাড়ায় কতটা ক্ষতি হতে পারে বিজেপির? স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ

বাবুল সুপ্রিয় দল ছাড়ায় কতটা ক্ষতি হতে পারে বিজেপির? স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির দাপুটে নেতা, সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। বিজেপিতে থাকাকালীন তিনি বারবার নিশানায় রেখেছিলেন তৃণমূলকে। কিন্তু মন্ত্রিসভা থেকে অপসারিত হবার পর রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেন তিনি। যদিও, তার এক মাসের মধ্যেই দেখা যায় সন্ন্যাস নেওয়া তো দূরে থাক, শিবির বদলে নিয়ে তৃণমূলে যোগদান করেছেন তিনি। প্রথম একাদশে থাকার মনস্থ তার। এবার প্রশ্ন, বাবুল সুপ্রিয় দল ছেড়ে দেওয়ায় কতটা ক্ষতি হতে পারে বিজেপির?

এবার এই প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে যাওয়ার কারণে আসানসোলে বিজেপির কতটা সমস্যা হতে চলেছে? পুরভোটের আগে এরকম কি কোন সংকেত পাচ্ছেন তিনি? এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ স্পষ্ট জানালেন, বাবুল সুপ্রিয় তাদের নেতা ছিলেন না। তিনি মন্ত্রী ছিলেন। তাই বাবুল সুপ্রিয়র চলে যাবার সঙ্গে আসানসোলের ভোটের কোনো সম্পর্কই নেই। সব জায়গাতেই তীব্র লড়াই হবে। কলকাতা ও তার আশেপাশে বিজেপির সংগঠন দুর্বল। কিন্তু জেলার ক্ষেত্রে তা হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার দলবদলু সব্যসাচী দত্তকে করা হয়েছে পুরসভা ভোটের প্রার্থী। সব্যসাচী দত্তর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, তারপর আবার তৃণমূলে প্রত্যাবর্তন সম্পর্কে তিনি জানালেন, টিকিটের জন্যই আবার তৃণমূলে গেছেন সব্যসাচী দত্ত। এরকম অনেকেই এসেছিলেন বিধানসভা নির্বাচনের আগে। যারা মনে করেছিলেন বিজেপি জিতবে। বিজেপি জিততে পারেনি। এ কারণে বিজেপি ছেড়ে চলে গেছেন। দিলীপ ঘোষ আরও জানালেন, ২০২১ সাল অনেক শিক্ষা দিয়েছে। বাংলার রাজনীতির ইতিহাসে উত্থান-পতনের বছর হল ২০২১।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!