এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “বাবুল সুপ্রিয় কোনও ফ্যাক্টর নন, টালিগঞ্জে ৫০ হাজারের বেশি ভোটে হেরেছেন।” -বিস্ফোরক বিজেপি সাংসদ

“বাবুল সুপ্রিয় কোনও ফ্যাক্টর নন, টালিগঞ্জে ৫০ হাজারের বেশি ভোটে হেরেছেন।” -বিস্ফোরক বিজেপি সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল হঠাৎ তৃণমূলে যোগদান করলেন বাবুল সুপ্রিয়। যে বাবুল সুপ্রিয় দীর্ঘ সময় থেকে বারবার বিষোদগার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, গতমাসে যিনি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, এবার তিনিই করলেন দলবদল। ভবানীপুরে একেবারে ভোটের মুখেই তাঁর এই দলবদলে বিজেপির কতটা ক্ষতি হতে পারে? দলের সংগঠনে কতটা প্রভাব পড়তে পারে? এই নিয়ে চলছে ব্যাপক কাটাছেড়া। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাবুল সুপ্রিয়র দলবদল প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং জানালেন যে, বাবুল সুপ্রিয় কোন ফ্যাক্টর নন। কারণ, টালিগঞ্জ ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি। অর্জুন সিং আরো জানালেন যে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী, সেখানে বিজেপিকে প্রচারে নেমে সমস্যায় পড়তে হচ্ছে। বিজেপির পোস্টার তুলে দেয়া হচ্ছে। পুলিশের সামনে ভেঙে দেয়া হচ্ছে। তিনি বুঝতে পারছেন না, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই লড়াই করছেন, সেখানে এসব কীভাবে সম্ভব?

আবার বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, আবেগ নিয়ে রাজনীতি করেন বাবুল সুপ্রিয়। আবেগের বসেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন সাংসদ ছিলেন, মন্ত্রীও ছিলেন, কিন্তু কোনদিনই তিনি বিজেপি হয়ে উঠতে পারেননি। তিনি তারকা, তারকাই থেকে গেছেন তিনি। বাবুল সুপ্রিয় রাজনীতির মানুষ নন। আবেগের বশে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরকম কাজ মানুষ খুব ভালো চোখে দেখেন না। রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের শ্রদ্ধা নষ্ট হয়ে যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!