এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ক্ষমতায় থাকার জন্য শাসক দল হিংস্র হয়ে উঠেছে – তৃণমূলকে তীব্র আক্রমন বাবুল সুপ্রিয়র

ক্ষমতায় থাকার জন্য শাসক দল হিংস্র হয়ে উঠেছে – তৃণমূলকে তীব্র আক্রমন বাবুল সুপ্রিয়র

বাংলার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, একটা ম্যাচ খেলে জেতার মধ্যে অনেক বেশি আনন্দ আছে, কিন্তু রাজ্যের শাসক সেই আনন্দটাই বোঝে না। তা না করে, পিচ খুঁড়ে দিলাম, ম্যাচ হতে দিলাম না, বাইরে টস করে ম্যাচ জিতে নিলাম- এতে কি আদৌ কোনও আনন্দ আছে। রাজ্যে এমনই শাসন ব্যবস্থা যে, পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে হচ্ছে হাইকোর্টে গিয়ে। পঞ্চায়েত মামলা এখন হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। তৃণমূল আবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে। এসবই মানুষ-বিরোধী পদক্ষেপ। চারিদিকে এত সন্ত্রাস, তবু শাসকের শিক্ষা নেই। ভোট নিয়ে আইনি লড়াই দীর্ঘায়িত করছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখানেই না থেমে আক্রমনাত্মক ঢঙে তিনি আরও বলেন, বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি, তবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার আনন্দ করছেন তৃণমূল নেতারা। কিন্তু ধর্মের কল যে বাতাসে নড়ে, সেই সারসত্যটা ভুলে গিয়েছে শাসক দল। এখন সেটাই হয়েছে। এখন প্রহসন পেরিয়ে হিংসা হচ্ছে রাজ্যে। ক্ষমতায় থাকার জন্য শাসক দল হিংস্র হয়ে উঠেছে। আমি যদি উন্নয়ন করে থাকি, তাহলে মানুষ এমনিতেই ভোট দেবে। এত হিংসা-হানাহানির কোনও দরকার নেই। এই শাসক আবার মনোনয়ন থেকেই হিংসাকে আশ্রয় করে এগোচ্ছে।’ তাঁর কথায়, ‘আমি সবসময় ম্যাচ খেলে জেতার আনন্দ উপভোগের পক্ষে। পণ্ড ম্যাচ জেতায় কোনও আনন্দ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!