এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিতে পারেন হাওয়া তুললেন বিধায়ক! তোপের মুখে ধুইয়ে দিলেন বাবুল স্বয়ং

বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিতে পারেন হাওয়া তুললেন বিধায়ক! তোপের মুখে ধুইয়ে দিলেন বাবুল স্বয়ং


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের লড়াই রাজ্যে তৃণমূলের বনাম বিজেপির নির্বাচনী লড়াইয়ে পরিণত হয়েছে। দুদলই বাংলার মসনদ দখলে তীব্রভাবে সচেষ্ট। একদল অপর দলের নেতা-কর্মীদের নিজের দলে টানার চেষ্টা চালাচ্ছে। আর এর সঙ্গেই চলছে এক দলের বিরুদ্ধে অপর দলের বিরোধী প্রচার তীব্রভাবে। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বাবুল সুপ্রিয় তাঁর এই প্রস্তাবের পাল্টা জবাব দিলেন। সব কিছু নিয়েই সরগরম হল রাজ্য রাজনীতি।

প্রসঙ্গত গতকাল সোমবার আসানসোলের মেয়র ও সেইসঙ্গে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তাঁর এক দলীয় জনসভা থেকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সম্পর্কে বেশ কিছু বক্তব্য রাখেন। যেখানে তিনি জানান যে, বাবুল সুপ্রিয় সম্প্রতি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে, বিজেপিতে তাঁর একদম ভালো লাগছেনা। বিজেপিতে তাঁর কিছুতেই মন টিকছে না। কারণ বিজেপিতে কোন বাঙালি কালচার নেই। এরপর তিনি বাবুল সুপ্রীয়কে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পরামর্শ দিলেন। তাঁকে তিনি স্বাগত জানালেন তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সোমবার আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির এই বক্তব্যের পর, তার পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় জানালেন যে, এরা হলেন ছোটখাটো নেতা। এদের কথার কোন ভিত্তি নেই, এদের কথার কোন সত্যতাও নেই। তাই, এদের কথাকে গুরুত্ব দেবার কোন কারণ আছে বলে, মনে করছেন না তিনি। এভাবেই গতকাল চলল দুই প্রতিপক্ষের দুই নেতার বাক যুদ্ধ।

প্রসঙ্গত রাজ্য রাজনীতিতে সম্প্রতি তৃণমূল-বিজেপির লড়াই যথেষ্ট জমে উঠেছে। নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে চলেছে, আক্রমণের ঝাঁঝ ততই বাড়ছে এই দুই দলের। সম্প্রতি শাসকদল তৃণমূলে চলছে তীব্র গোষ্ঠী কোন্দল। শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, তাঁর দল বদলের জল্পনা বাড়ছে। ইতিমধ্যে মিহির গোস্বামী দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। তৃণমূলের আরো কিছু বিধায়ক দলের প্রতি যথেষ্ঠ ক্ষুব্ধ আছেন। এই পরিস্থিতিতে দলের প্রতি ক্ষুব্ধদের বিজেপি নিজের দিকে টানার প্রচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে এর পাল্টা হিসেবে বাবুল সুপ্রিয়কে তৃণমূলে আসার পরামর্শ দিলেন জিতেন্দ্র তিওয়ারি। তবে, বাবুল সুপ্রিয় দৃঢ়ভাবে তার অসম্মতি প্রকাশ করলেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!