এখন পড়ছেন
হোম > জাতীয় > ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয় ? এই নিয়ে বিস্তাতিত জানালেন তাঁর টুইটার-এ

ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয় ? এই নিয়ে বিস্তাতিত জানালেন তাঁর টুইটার-এ

বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়েছেন? এই নিয়ে বিস্তারিত জানালেন তাঁর টুইটার-এ। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় লিখেছেন যে, ”আপনারা জেনে অবাক হবেন যে, আসানসোলের দু’টি নোংরা ঘটনার পরে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁকে জানাই আমি মন্ত্রী হিসেবে পদত্যাগ করছি এবং রাজনীতি ও ক্ষমতাও একেবারে ছেড়ে দিচ্ছি।’ এবং এও লেখেন যে, এর পরেই প্রধানমন্ত্রী তাঁকে নিরস্ত করেন এবং বলেন, ”পদত্যাগ করো না। লড়াই করো।”আর এখন তিনি পশ্চিমবঙ্গে মিথ্যার ও কদর্য রাজনীতির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। সাথে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর দেখানো পথেই, উন্নয়নের লক্ষ্য সামনে রেখেই নোংরা আওয়াজের বিরুদ্ধে তিনি লড়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি জনিয়েছেন যে ,”পদত্যাগের ইচ্ছে প্রকাশ করার ব্যাপারটি পুরনো। এর সঙ্গে আসানসোলের সাম্প্রতিক ঘটনার যোগ নেই। কারণ আমি পালিয়ে যাওয়ার পাত্র নই।” তাই তিনি যে লড়াইয়ের ময়দান ছাড়ছেন না, তা পরিষ্কার করে ইস্তফার জল্পনায় নিজেই জল ঢেলেছেন বাবুল সুপ্রিয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!