এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বাবুল সুপ্রিয়কে নিয়ে ক্রমশ অস্বস্তি বাড়ছে দলের, বাড়ছে তাঁর আগামী পরিকল্পনা নিয়ে সংশয়

বাবুল সুপ্রিয়কে নিয়ে ক্রমশ অস্বস্তি বাড়ছে দলের, বাড়ছে তাঁর আগামী পরিকল্পনা নিয়ে সংশয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই দলের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রীত্ব থেকে অপসারণের পর অনেকটাই যেন মন খারাপ বাবুল সুপ্রিয়র। সোশ্যাল মিডিয়াতে করা তাঁর একাধিক পোস্টে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শুধু দলই নয় রাজনীতি নিয়েও যেন তিনি উৎসাহ হারিয়ে ফেলছেন। রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারেন তিনি, দলের সদস্য পদ, এমনকি সাংসদ পদ থেকেও ইস্তফা দিতে পারেন বাবুল সুপ্রিয়। যারফলে বিপাকে পড়তে পারে গেরুয়া শিবির।

ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে কটাক্ষ করেছিলেন বাবুল সুপ্রিয়। দলের পক্ষ থেকে তাঁকে শোকজ করা হবে এমন একটা খবর ছড়িয়ে পড়েছিল। যদিও পরবর্তীতে তা মিথ্যে বলে জানা গেছে। তবে, দলের প্রতি কিছুটা যে মনোক্ষুন্ন বাবুল সুপ্রিয়, তা অস্বীকার করার উপায় নেই। এ বিষয়ে কথা বলতে সাংবাদিকরা তাঁর সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো বক্তব্য রাখেন নি। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যে, এ বিষয়ে হ্যাঁ, বা না, কোনো কিছুই বলেননি বাবুল সুপ্রিয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, মন্ত্রিত্ব থেকে অপসারণের পর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেবার পর বিজেপির এই সিদ্ধান্তকে সমর্থন জানান নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার, জিতেন্দ্র তিওয়ারি বলেছেন যে, বাবুল সুপ্রিয় মন্ত্রী থাকাকালীন কাজ করেছেন। মন্ত্রিত্ব না থাকলেও কাজ করবেন তিনি। অনেকে মনে করছেন তৃণমূলের সঙ্গে বাবুল সুপ্রিয়র দূরত্ব কমতে পারে। ভবিষ্যতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন তিনি।

দুবার লোকসভা ভোটে বিপুল সাফল্য পেলেও বিধানসভা ভোটে পরাজিত হয়েছেন বাবুল সুপ্রিয়। এরপরেই মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছে তাঁকে। যে কারণে যথেষ্ট ক্ষুব্ধ তিনি। এমনকি রাজনীতি থেকেও তিনি দূরে সরে যেতে পারেন, এমন একটা সম্ভাবনার কথা বলছেন অনেকে। প্রসঙ্গত, হঠাৎ করেই রাজনৈতিক জগতে আগমন ঘটেছিল বাবুল সুপ্রিয়র। বিমান যাত্রার সময় বাবা রামদেবের সঙ্গে সাক্ষাতের পর রাজনীতিতে পদার্পণ করেছিলেন তিনি। এবার হঠাৎ করে তিনি রাজনীতি থেকে নির্বাসন নিতে পারেন এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। যাকে নিয়ে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!