এখন পড়ছেন
হোম > জাতীয় > বাবুল সুপ্রিয়কে নিয়ে টানাপোড়েন অব্যাহত গেরুয়া শিবিরে, তাঁকে ধরে রাখতে মরিয়া বিজেপি

বাবুল সুপ্রিয়কে নিয়ে টানাপোড়েন অব্যাহত গেরুয়া শিবিরে, তাঁকে ধরে রাখতে মরিয়া বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার বিকেলের পর দল ছাড়ার, রাজনীতি ছাড়ার, সাংসদ পদ ছাড়ার পরিকল্পনার কথা বলতেই বাবুল সুপ্রিয়কে নিয়ে শুরু হয়েছে তীব্র টানাপোড়েন গেরুয়া শিবিরে। এদিকে তাঁর তৃণমূলে যোগদান করার জল্পনাও বাড়তে শুরু করেছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণের পর দলের বিরুদ্ধে বাবুল সুপ্রিয় ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর গত শনিবার রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এরপর গত শনিবার রাতেই বাবুল সুপ্রিয়র সঙ্গে ফোনে কথা বলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। এরপর দিল্লিতে বিজেপি সদরদপ্তরে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল গতকাল। সেখানে জে পি নাড্ডার সঙ্গে অনেকক্ষণ বৈঠক করেছেন তিনি। জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তিনি কথা বলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁকে দল না ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আশ্বাস দিয়েছেন যে, মন্ত্রীত্ব চলে গেলেও দলের সংগঠনের গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ করা হবে তাঁকে। তবে তিনি কি পদক্ষেপ নেবেন? তা এখনো স্পষ্ট নয়। এদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিরোধ রয়েছে বাবুল সুপ্রিয়র। এই পরিস্থিতিতে তিনি কি পদক্ষেপ নেবেন? তা নিয়ে বাড়ছে কৌতহল।

জানা যাচ্ছে, তাঁকে বারবার দলের শীর্ষ নেতৃত্ব তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছেন। এরপর আজ দলের নেতৃত্বর সঙ্গে তাঁর একটি বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে। এ প্রসঙ্গে বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন যে, বাবুল সুপ্রিয়কে তিনি অনেক বুঝিয়েছেন। কিন্তু তাঁর কথা শোনেন নি তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!