এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাবুল সুপ্রিয়কে নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য হেভিওয়েট তৃণমূল সাংসদের, জল্পনা তীব্র রাজনৈতিক মহলে

বাবুল সুপ্রিয়কে নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য হেভিওয়েট তৃণমূল সাংসদের, জল্পনা তীব্র রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে, তাঁর সাংসদ পদ এখনো ধরে রেখেছেন তিনি। ইতিপূর্বে যখন সক্রিয় রাজনীতিতে ছিলেন বাবুল সুপ্রিয়, সেসময় তাঁর সঙ্গে প্রবল বিতর্ক বাঁধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। কয়েক বছর আগে একটি টিভি চ্যানেলে তাঁদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন যে, তিনি কি মহুয়া খেয়ে আছেন?

এরপর বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন মহুয়া মৈত্র। যদিও পরবর্তীকালে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন যে, মহুয়া মৈত্রের উত্তেজিত বাক্যবানের কারণে তিনি মজা করে একথা বলেছিলেন। আবার, এর পাল্টা জবাবে মহুয়া মৈত্র জানিয়েছিলেন যে, মজা কিনা? তা বলবে আইন। তবে এবার বাবুল সুপ্রিয়কে নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন সাংসদ মহুয়া মৈত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানালেন যে, বাবুল সুপ্রিয় যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে তিনি খারাপ কিছু দেখছেন না। রাজনীতি ছেড়ে দিয়েও সাংসদ পদ থেকে ইস্তফা না দেবার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তিনি। তিনি জানালেন, এটা বাবুল সুপ্রিয়র একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি মনে করেন ভোটে জয়লাভ করার অর্থ হল, একটা চুক্তিতে সই করার মত। যারা ভোট দিয়েছেন তাদের জন্য কাজ করার চুক্তি। বাবুল সুপ্রিয় সাংসদ পদ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন হয়তো মানুষকে মর্যাদা দিতে।

আবার, একটা সময় বাবুল সুপ্রিয়র সঙ্গে মহুয়া মৈত্রর তীব্র বিরোধ দেখা দিলেও, সম্প্রতি তার তীব্রতা কমে এসেছে। লোকসভার অধিবেশন চলাকালীন দেখা হলে তাঁরা কুশল বিনিময় করেছেন। মহুয়া মৈত্রকে প্রশ্ন করা হয়েছিল যে, তবে এখন কি তাঁরা একে অপরের প্রিয় বন্ধু? এর উত্তরে তিনি জানান, বাবুল সুপ্রিয় তাঁর প্রিয় বন্ধু না হলেও, চরম শত্রুও নন। তাঁর এই বক্তব্যই জল্পনা বাড়িয়ে দিয়েছে রাজনীতিমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!