এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান কতটা প্রভাব ফেলতে পারে উপনির্বাচনে? মুখ খুললেন বিজেপি প্রার্থী

বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান কতটা প্রভাব ফেলতে পারে উপনির্বাচনে? মুখ খুললেন বিজেপি প্রার্থী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল অকস্মাত্ তৃণমূলে যোগদান করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। দলকে কোনরকম আগাম পূর্বাভাস না নিয়েই তৃণমূলে যোগদান করেছেন তিনি। একেবারে ভোটের মুখেই বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান গেরুয়া শিবিরের কাছে নিঃসন্দেহে একটি বড়সড় ধাক্কা বলেই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। এখন প্রশ্ন উঠেছে, বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান কতটা ধাক্কা দিতে পারে বিজেপিকে উপনির্বাচনে? এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানান, বাবুল সুপ্রীয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এটা তাঁর একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এর জন্য ভবানীপুরে কোনো প্রভাব পড়বে না। তিনি যদি আসানসোলে এই ধরনের কাজ করতেন, তবে আসানসোলে যেমন তার কোনো প্রভাব পড়তো না, তেমনি ভবানীপুরেও তার কোনো প্রভাব পড়বে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, ভবানীপুরে তাঁর বিরুদ্ধে বাবুল সুপ্রিয় প্রচার করবেন বলে, মনে করছেন না তিনি। তিনি জানালেন, ভোটে দাঁড়ানোর পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন বাবুল সুপ্রিয়। একসময় তিনি বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত আইনজীবী ছিলেন। তিনিই তাঁকে রাজনীতিতে আসার জন্য উৎসাহিত করেছিলেন। আবার, গতকাল বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করা হয়েছিল যে, ভবানীপুরে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে কি নামবেন তিনি? তার উত্তর বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউকে দরকার হবে না। কারণ, তিনি একাই একশো। কিন্তু দল যদি বলে তবে তিনি ভবানীপুরে প্রচারে নামবেন।

আবার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন যে, বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে যাওয়ায় দলে কোনো প্রভাব পড়বে না। তার রাজনীতিতে কোনো প্রভাব নেই। আসানসোল কেন গোটা পশ্চিমবঙ্গেও একজন বুথ সভাপতিও বাবুল সুপ্রিয়র সঙ্গে যাবেন না। এটা দায়িত্ব নিয়েই তিনি বলতে পারেন। বিজেপির ভোটে এর কোনো প্রভাব পড়বে না। তিনি জানান, বাবুল সুপ্রিয় মোটেই ভালো সংগঠক নন। টালিগঞ্জে এবার তৃতীয় স্থান পেয়েছেন তিনি। বিজেপির অবস্থা কিন্তু এতটা খারাপ ছিল না। তিনি যদি ভালো সংগঠক হতেন, তাহলে লড়াই দিতে পারতেন। ৫০ থেকে ৫৫ হাজার ভোটে হেরে গেছেন। সিপিএমের তো কিছুই ছিল না। তাও দ্বিতীয় হয়ে গেছে। বাবুল সুপ্রিয় ভালো সংগঠক নন, ভালো রাজনীতিকও নন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!