এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদালত সসম্মানে মুক্তি দিলেও মহুয়া কি এত সহজে ছাড় দেবেন বাবুলকে? দ্রুত চড়ছে জল্পনার পারদ

আদালত সসম্মানে মুক্তি দিলেও মহুয়া কি এত সহজে ছাড় দেবেন বাবুলকে? দ্রুত চড়ছে জল্পনার পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে চলা বিতর্ককে কেন্দ্র করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রতি একটি মন্তব্য করেছিলেন। এরপরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আদালতে মামলা করেন। তিনি অভিযোগ করেন যে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর সম্মানহানি করেছেন। তাঁর বিরুদ্ধে মর্যাদাহানির অভিযোগ আনা হয়। এরপর বাবুল সুপ্রিয় হাইকোর্টের দ্বারস্থ হন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করার আর্জি জানিয়ে।

গতকাল বুধবার হাইকোর্ট বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। তবে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাবুল সুপ্রিয়র এই মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারা অনুযায়ী ‘অবমাননাকর’। তার এই মন্তব্যে প্রাথমিক ভাবে এক মহিলার সম্মান এবং মর্যাদাহানি হয়েছে। যে কারণে মহুয়া মৈত্র চাইলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। উপযুক্ত স্থানে তিনি অভিযোগ দায়েরও করতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে তাঁর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জল্পনা উঠেছে, এবার কি তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে চলেছেন তিনি। তবে এ বিষয়ে এখনো কিছু জানান নি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় একটি টিভি চ্যানেলের টকশোতে মহুয়া মৈত্র সম্পর্কে বলেছিলেন, ”মহুয়া, আর ইউ অন মহুয়া?” অর্থাৎ, মহুয়া পান করে কি তিনি বিতর্কে যোগদান করতে এসেছেন? এভাবে একটি একটি উত্তেজক পানীয়ের প্রসঙ্গ তোলায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ হন তিনি।

এরপর তিনি অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তার মর্যাদাহানি করেছেন। যদিও বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন যে, বিষয়টি তিনি লঘু ভাবে নিয়ে ছিলেন। কিন্তু এর তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান মহুয়া মৈত্র। এরপরে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। এরপর বাবু সুপ্রিয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করার আর্জি জানিয়ে ছিলেন। গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেয় আদালত।

সম্প্রতি মহুয়া মৈত্র আছেন বিদেশে। আগামী শনিবার তিনি দেশে ফিরতে পারেন। এরপর তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা যাচ্ছে। আবার, বাবুল সুপ্রিয় বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেওয়ায় খুশির হাওয়া বয়ে গেল বিজেপি শিবিরে। তবে মহুয়া অনুগামীদের বক্তব্য হাইকোর্ট শুধুমাত্র আইনি ও টেকনিক্যাল কারনে বাবুল সুপ্রিয়ের আবেদন মেনে নিয়েছে। কারণ আদালত তার রায়ের সঙ্গে ‘পর্যবেক্ষণ’ ও বাবুল সুপ্রিয়র মন্তব্য ‘মহিলাদের পক্ষে অবমাননাকর’ এই শব্দ ব্যবহার করেছে। এখন এ বিষয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন সেদিকেই লক্ষ সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!