এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাবুলের রাজনীতি বিদায়ে হতাশ তথাগত, ট্যুইটে সরগরম রাজ্য রাজনীতি!

বাবুলের রাজনীতি বিদায়ে হতাশ তথাগত, ট্যুইটে সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শনিবার ফেসবুকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে দেন আসানসোলের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর তারপরেই নানা মহলে শোরগোল পড়ে যায়। কেন্দ্রীয় মন্ত্রী থেকে তাঁকে বাদ দেওয়ার পরেই তিনি গোসা করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করতে শুরু করেন একাংশ। যদিও বা এখনও পর্যন্ত সরকারিভাবে বিজেপি ছিন্ন করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। তাকে পাশাপাশি সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার ব্যাপারে তাকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।

আর এই পরিস্থিতিতে এবার সেই বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্ট নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়কে। যেখানে বাবুল সুপ্রিয়কে বুঝিয়েও কোনো লাভ হয়নি বলে রীতিমত একটি টুইটের মধ্যে দিয়ে হতাশা প্রকাশ করলেন তিনি। যাকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন তথাগত রায়। যেখানে তিনি লেখেন, “বাবুল সুপ্রিয়র বিদায় ব্যাথিত। আমাদের মধ্যে একটা প্রজন্মের তফাৎ হলেও আমি ওকে বন্ধু হিসাবেই দেখতাম। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সফল হয়নি। রাজনীতিতে থাকতে হলে ধৈর্য্য একটি অত্যাবশ্যক উপাদান। আশা করি, বাবুল যা করেছে, ভেবেচিন্তেই করেছে।” স্বাভাবিকভাবেই তথাগত রায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই একের পর এক বিস্ফোরক টুইট করতে দেখা যাচ্ছে এই বর্ষীয়ান নেতা কে সে দিক থেকে বাবুল সুপ্রিয় সঙ্গে যে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্পর্ক ভালো নয় তা বলাই যায়। আর এই পরিস্থিতিতে সেই তথাগত রায় সঙ্গেও সম্পর্ক ভালো না থাকা দিলীপ ঘোষকে বার্তা দিতেই কি বাবুল সুপ্রিয়র বিদায়ে তিনি ব্যাথিত বলে জানিয়ে দিলেন তথাগতবাবু! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

অনেকে বলছেন, বিধানসভা নির্বাচনে প্রার্থী চয়ন থেকে শুরু করে একের পর এক নেতার দলত্যাগ নিয়ে ইতিমধ্যেই একাধিক বিস্ফোরক টুইট করেছেন তথাগত রায়। পাশাপাশি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি। যার ফলস্বরুপ বিজেপির রাজ্য নেতৃত্ব যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে গিয়েছিল। আর এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করতেই তার পাশে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। যা বর্তমান রাজ্য নেতৃত্বকে যথেষ্ট চাপের মুখে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!