এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ঘরের ছেলে ঘরে ফিরতেই উচ্ছ্বাস চরমে! অকাল দীপাবলীতে মাতল তৃণমূল!

ঘরের ছেলে ঘরে ফিরতেই উচ্ছ্বাস চরমে! অকাল দীপাবলীতে মাতল তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ জল্পনার পর গত শুক্রবার বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসের ফিরেছেন দক্ষিণ দিনাজপুর জেলায় একসময় তৃণমূলের শেষ কথা বলা বিপ্লব মিত্র। আর তারপর থেকেই জেলায় বিপ্লব মিত্রের অনুগামীরা আবেগে এবং উচ্ছ্বাসে ভাসতে শুরু করেছিলেন। সকলের মনে একটাই প্রশ্ন ছিল, কবে জেলায় ফিরবেন বিপ্লব মিত্র? অবশেষে মঙ্গলবার মালদহ হয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশ করলেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা সকলের প্রিয় মেজদা।

এদিকে বিপ্লব মিত্র জেলায় প্রবেশ করার সাথে সাথে তাঁর অনুগামীদের মধ্যে যেন অকাল দীপাবলি লক্ষ্য করা গেল। বাজি পটকা ফাটানোর পাশাপাশি ফুল দিয়ে এদিন জেলায় স্বাগত জানানো হয় বিপ্লব মিত্রকে। সাথে স্লোগান উঠেছিল, “দক্ষিণ দিনাজপুরের চিত্র, বিপ্লব মিত্র।” একাংশের মতে, গত লোকসভা নির্বাচনের পর দলের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে বিজেপিতে যোগদান করেন তৃণমূলের এই অবিসংবাদিত নেতা। তবে গেরুয়া শিবিরে নাম লেখালেও, শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক ক্যারিয়ারে তেমনভাবে সাফল্য আনতে পারেননি বিপ্লব মিত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাম্প্রতিককালে তার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা তৈরি হয়েছিল। স্বভাবতই তখন থেকেই বিপ্লববাবুর অনুগামীদের মধ্যে তীব্র তৎপরতা চোখে পড়ে। ঘরের ছেলে আবার ঘরে ফিরে আসবেন শুনে অনেকেই উজ্জীবিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত কলকাতায় যোগদান করার পর জেলায় ফিরে আসলেন বিপ্লব মিত্র। আর জেলায় পা রাখার সাথে সাথে তৃণমূল কর্মীদের আবেগ-উচ্ছ্বাস দেখা গেল তাকে কেন্দ্র করে। কুসুমন্ডি থেকে সংবর্ধনা নিতে নিতে গঙ্গারামপুরে এসে ব্যান্ডপার্টি, ফুলের মালায় শুভেচ্ছা গ্রহণ করে পায়ে হেঁটে নিজের বাড়িতে পৌঁছন বিপ্লব মিত্র। নিজের দলে ফিরে এসে আবার কেমন লাগছে?

এদিন এই প্রসঙ্গে বিপ্লববাবু বলেন, “আমি সাধারণ মানুষের কাছে এতো ভালোবাসা পাব, বুঝতে পারিনি। লোকসভা নির্বাচনের পর সামান্য ভুল বোঝাবুঝিতে আমি দল ছেড়ে বিরোধী দলে গিয়েছিলাম। পাঁচ মাসে বুঝতে পেরেছি যে, বিজেপি দিল্লি ও গুজরাট থেকে নিয়ন্ত্রিত হয়। সেখানে রাজ্যের কোনো গুরুত্ব নেই। তারপর নিজেকে সরিয়ে নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আবার আমার পুরনো দলে ফিরেছে। এবার আমি জেলায় ফিরেছি। সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের কাজ করব। যে ভাবে গোটা জেলার তৃণমূল কর্মীরা আমাকে নিয়ে উচ্ছ্বাস দেখিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে যে, বিধানসভা নির্বাচনে এখানে বিরোধী বলে কিছু থাকবে না।”

এদিকে বিপ্লব মিত্র জেলায় আসার সাথে সাথেই যেভাবে তাকে সংবর্ধিত করা হল, সেই প্রসঙ্গে গঙ্গারামপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি গৌতম দাসকে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এই ব্যাপারে জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী বলেন, “বিপ্লববাবু জেলায় ফিরেছেন বা কর্মীরা বিভিন্ন জায়গায় তাকে সংবর্ধনা দিচ্ছেন কিনা, সেই বিষয়ে আমার কিছু জানা নেই।” তবে যে যাই বলুন না কেন, বিপ্লব মিত্র আবার তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসায় তার অনুগামী থেকে শুরু করে তৃণমূলের অজস্র নেতাকর্মীরা যে ভীষণভাবে খুশি, তা এদিনের সংবর্ধনা অনুষ্ঠানেই কার্যত প্রমাণ হয়ে গেল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!