এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আতঙ্কের মাঝেই বাংলার আকাশে নতুন দুর্যোগের ভ্রূকুটি! বাড়ছে আশঙ্কা!

করোনা আতঙ্কের মাঝেই বাংলার আকাশে নতুন দুর্যোগের ভ্রূকুটি! বাড়ছে আশঙ্কা!

গোটা বিশ্বের মতো বাংলাতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনার থাবা। আর এবার তার দোসর হিসাবে বাংলার আকাশে দেখা দিল দুর্যোগের ঘনঘটা! যদিও আবহাওয়া দপ্তর সূত্রে আগেই ইঙ্গিত ছিল। আর এবার সেই ইঙ্গিতকেই বাস্তবের রূপ দিয়ে বাংলার বিভিন্ন জেলায় ভোররাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সঙ্গে তীব্র গতিতে ঝোড়ো হাওয়া।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভোর ৪ টে নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসে নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, বজ্রগর্ভ মেঘে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বাংলায়। স্থানীয় মেঘ ও সাগরের জ্বলীয় বাষ্পে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফে। একইসঙ্গে জানানো হয়েছিল বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়ায় দিতে থাকে। আর সেই সম্ভাবনাকেই বাস্তবায়িত করে কলকাতা ও আশেপাশের এলাকায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টির তান্ডব।

এদিকে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এই ঝড় বৃষ্টির দাপট আরও দু-একদিন থাকতে চলেছে। তারফলে স্বাভাবিক তাপমাত্রা কিছুটা নীচের দিকেই থাকবে। যা গরম থেকে সাময়িক স্বস্তি দিতে পারে। তবে চিন্তা বাড়াচ্ছে ঝোড়ো হাওয়া। এরফলে গাছভেঙে পরে ক্ষয়ক্ষতি হলে তা সাধারণ মানুষকে আরও অসুবিধায় ফেলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। সবমিলিয়ে করোনা আবহে আবহাওয়ার এই অবনতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে বাংলার বুকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!