এখন পড়ছেন
হোম > জাতীয় > বাদল অধিবেশনের প্রথম দিনেই পেগাসাস রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে চাপে ফেলল বিরোধীরা, বিতর্ক তুঙ্গে

বাদল অধিবেশনের প্রথম দিনেই পেগাসাস রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে চাপে ফেলল বিরোধীরা, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিরোধীদের ফোনে আড়িপাতা নিয়ে। আর এক্ষেত্রে সামনে এসেছে পেগাসাস রিপোর্ট। কার্যত পেগাসাস রিপোর্ট নিয়ে আজ সংসদ ভবন উত্তাল হয়ে ওঠে বিরোধীদের প্রতিবাদে। বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস রিপোর্ট নিয়ে সরব হয় বিরোধীরা। অন্যদিকে আগে থেকে পূর্বপরিকল্পনা করাই ছিল কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করবে জোরালোভাবে। নতুন তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোও পাল্টা লোকসভায় আজকে বিরোধীদের সামনে পাল্টা পেগাসাস রিপোর্ট নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

তিনি প্রশ্ন তোলেন, সংসদের অধিবেশন বসার ঠিক একদিন আগে কিভাবে পেগাসাস রিপোর্ট প্রকাশিত হল, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। পাশাপাশি এই পেগাসাস রিপোর্টের কোনো প্রমাণ নেই বলে তিনি জানান। এদিন নতুন তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, অতীতেও হোয়াটসঅ্যাপে আড়িপাতা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল, যার কোনো ভিত্তি ছিলনা কোনোদিনও। পেগাসাস রিপোর্ট নিয়ে যা বলা হচ্ছে, তা ভারত সরকারের বদনাম করার জন্যই বলা হচ্ছে। অন্যদিকে নতুন মন্ত্রীসভা নিয়ে আজকে প্রথম সংসদে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাদল অধিবেশনের শুরুতে তিনি লোকসভার নতুন মন্ত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পেগাসাস কাণ্ড নিয়ে বিরোধীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে থাকেন। চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। যথারীতি নতুন মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী আর পরিচয় করিয়ে উঠতে পারেননি। কার্যত এই নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, নতুন মন্ত্রীদের সঙ্গে ইচ্ছাকৃতভাবেই পরিচয় করাতে দেওয়া হলোনা আজকে। বিরোধীদের তুমুল চিৎকারের মাঝে অধিবেশন বেলা দুটো পর্যন্ত স্থগিত হয়ে যায়। অন্যদিকে রবিবার সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছিল, সংসদের সংযোজিত ভবনে দুই কক্ষের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রী কোভিড নিয়ে বক্তব্য পেশ করবেন। কিন্তু বিরোধীদলের অধিকাংশই এই প্রস্তাব মানেনি। কার্যত তাঁরা পাল্টা বলেছিলেন, সংসদের রীতিনীতি ভাঙা উচিত হবেনা।

এ প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, প্রধানমন্ত্রী কোভিড নিয়ে ভাষণ দেবেন আগামী 20 শে জুলাই। কিন্তু সংযোজিত ভবনের কথা বলতেই বিরোধীরা অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই নিয়ে পাল্টা জানান, সংসদকে পাশ কাটানোর চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী। যা বলার সংসদের অভ্যন্তরেই সরকারকে বলতে হবে। সবমিলিয়ে বাদল অধিবেশনের প্রথম দিন কার্যত বিরোধীদের প্রভাব বজায় রইল। আগামী দিনে বিরোধীরা কেন্দ্রীয় সরকারের ওপর আর কি কি নিয়ে চাপ সৃষ্টি করে সেটাই এখন দেখার। পাশাপাশি পেগাসাস রিপোর্ট নিয়ে বিতর্ক কিন্তু এখানেই শেষ হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত এই রিপোর্ট আগামী দিনেও বিতর্ক তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!