এখন পড়ছেন
হোম > জাতীয় > বাঁধভাঙ্গা গতিতে বাড়ছে করোনা, গত ২৪ ঘন্টায় ভাঙলো, দেশের এযাবৎ কালের করোনা সংক্রমনের রেকর্ড

বাঁধভাঙ্গা গতিতে বাড়ছে করোনা, গত ২৪ ঘন্টায় ভাঙলো, দেশের এযাবৎ কালের করোনা সংক্রমনের রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় দু’মাস ধরে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ, বাঁধভাঙ্গা গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ অতিক্রম করেছে ১ লক্ষের গন্ডি। চলতি বছরে যা কোনদিন ঘটেনি, গত বছরও যা ঘটে নি, তাই ঘটে গেলো গত ২৪ ঘণ্টায়। গতবছর করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেলেও, কখনোই তা লক্ষের গন্ডি অতিক্রম করতে পারেনি, এবার তাইই হল। মার্কিন যুক্তরাষ্ট্রর পর ভারত এমন একটি দেশ, যেখানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা অতিক্রম করে গেল
১ লক্ষের গন্ডি।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন। এই ব্যাপক করোনা সংক্রমণ গতবছরও ঘটেনি। গতবছর সর্বাধিক করোনা সংক্রমণ দেখা গিয়েছিল ১৬ ই সেপ্টেম্বর। সেদিন করোনা সংক্রমণ ঘটেছিলো ৯৭ হাজার ৮৯৪ জনের। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ যা ঘটেছে, তা এযাবৎকাল রেকর্ড বলা যায়। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে মোট ৪৭৭ জন মানুষের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ৫৭ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। নাইট কারফিউ জারি করা হয়েছে সেরাজ্যে, লকডাউন জারি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র ছাড়াও দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, কেরল, ছত্রিশগড় ইত্যাদি রাজ্য গুলোর অবস্থাও আশঙ্কাজনক। সেইসঙ্গে উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গকে নিয়েও।

সম্প্রতি, বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্ত দেশ হলো আমেরিকা। এরপরই রয়েছে ব্রাজিলের স্থান। তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। আমেরিকার পর ভারতই এমন দেশ, যেখানে দৈনিক করোনা আক্রান্ত ১ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। দেশের সার্বিক পরিস্থিতি আরও বিপদজনক হতে পারে বলে, আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!