এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাধা টীম পিকের তালিকা? শীর্ষ নেতৃত্ব চেয়েও পদ দিতে পারছে না বহু নেতাকে? তীব্র জল্পনা তৃণমূলে

বাধা টীম পিকের তালিকা? শীর্ষ নেতৃত্ব চেয়েও পদ দিতে পারছে না বহু নেতাকে? তীব্র জল্পনা তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে টানটান উত্তেজনা তৃণমূল শিবিরে। চলছে ঘর গোছানোর পালা। ইতিমধ্যে তৃণমূল শিবিরে হয়ে গেছে বড় আকারের সাংবিধানিক রদবদল। সেই রদবদল অবশ্য এখনও চলছে। সম্প্রতি তৃণমূলের ব্লক সভাপতি পদের রদবদলের সম্ভাবনা উঠে আসতেই শুরু হয়েছে একের পর এক নামের আবেদন। কিন্তু সব নাম আবেদনে থাকলেও তাকে মিলতে হচ্ছে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের তালিকার সঙ্গে। তবে জানা যাচ্ছে, তৃণমূলের ব্লক সভাপতির রদবদল নিয়ে দলের অন্দরেই উঠছে তীব্র আপত্তি।

বিভিন্ন জেলা থেকেও লিখিত আপত্তি আসছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে, জেলা থেকে প্রস্তাবিত নামের তালিকা এসে পৌঁছাচ্ছে শীর্ষ নেতৃত্বের কাছে। কিন্তু তালিকায় থাকা নাম অনেক ক্ষেত্রে প্রশান্ত কিশোরের মানদন্ডে উত্তীর্ণ হতে পারছে না। সেক্ষেত্রে তাঁদের জনসমক্ষে ভাবমূর্তি নিয়ে সংশয়ের কথা জানাচ্ছে প্রশান্ত কিশোরের টিম। অন্যদিকে তৃণমূলের অন্দরের একাংশ দাবি করছে, প্রশান্ত কিশোরের সমীক্ষা অনুযায়ী যদি দলবদল করতে হয়, তাহলে অনেক পুরনো সংগঠক বাদ চলে যাবেন, এবং বিধানসভা নির্বাচনের আগে তা কিন্তু দলকে বিপদে ফেলতে পারে।

একইভাবে এবার জেলা দলের তরফ থেকে যে তালিকা পাঠানো হয়েছে, তা নিয়েও বিভিন্ন জেলা থেকে ডজনখানেক এর বেশি চিঠি এসেছে দলের বিধায়কদের। তবে এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ভাবমূর্তি ও সক্রিয়তা নিয়ে সমস্যা থাকলে সেখানে বদল করতেই হবে। তবে সবার সাথে কথা বলেই দল সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে দেখা যাচ্ছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জেলা স্তরে সাংগঠনিক রদবদল যতটা মসৃণভাবে করতে পেরেছেন, জেলাস্তরে সেই বদল কিন্তু অতটা সহজ হচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের আগে ব্লক স্তরের সাংগঠনিক রদবদল হওয়া জরুরী। তাই এবার দলের রাজ্য নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে প্রত্যেকটি তালিকা ধরে সংশ্লিষ্ট জেলার ব্লক নেতৃত্ব এবং স্থানীয় বিধায়কদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ইতিমধ্যে বাংলার সব জেলা থেকে রাজ্য নেতৃত্ত্বের কাছে প্রস্তাবিত তালিকা জমা পড়েছে। কিন্তু সেক্ষেত্রে জেলা ও ব্লক স্তরের মতপার্থক্যের ছবিও ফুটে উঠেছে। এই অবস্থায় দলীয় নেতৃত্ত্বের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সবাই।

বিশেষজ্ঞদের মতে, তৃণমূল শিবিরে যেভাবে সাংগঠনিক রদবদল শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে, তা যথেষ্ট উল্লেখযোগ্য। কিন্তু সেই রদবদলের হাত ধরে দলের মধ্যেই যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে তা কিন্তু দলের ভাবমূর্তিকে বিপাকে ফেলছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আপাতত এই পরিস্থিতি সামাল দিতে তৃণমূল নেতৃত্ব কি প্রশান্ত কিশোরের মানদণ্ড অনুযায়ী রদবদল করবেন? নাকি  পুরনো সংগঠকদের দাবি মানবেন? সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!