এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বামেদের থেকে তৃণমূল ভালো? হেভিওয়েট বিধায়কের মন্তব্যে জল্পনা! চাপে বিজেপি!

বামেদের থেকে তৃণমূল ভালো? হেভিওয়েট বিধায়কের মন্তব্যে জল্পনা! চাপে বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   2021 এর বিধানসভা নির্বাচনে বাংলার ক্ষমতা দখল করতে প্রচারে এসে বিগত বাম শাসনের থেকেও তৃণমূল শাসনে বাংলা অনেক পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করতে দেখা যেত নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহদের মতো ব্যক্তিত্বদের। রাজ্যের নেতারা তো বটেই, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেও যেভাবে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে আক্রমন করত বিজেপি, তাতে ব্যাপক চাপে পড়ে গিয়েছিল ঘাসফুল শিবির। তবে যে উদ্দেশ্যে বিজেপির এই ক্রমাগত আক্রমণ, সেই উদ্দেশ্য অবশ্য সাধিত হয়নি। বরঞ্চ তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছে সেই তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 74। নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছানোর কারণে গেরুয়া শিবিরের ঘর ভাঙতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর তার মাঝেই বাজেট পেশের দিন সাংবাদিক বৈঠকে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে বৃহস্পতিবারের ওপেনিং ব্যাটসম্যান বলে আখ্যা দিয়েছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ অর্থনীতিবিদ হিসেবে এবং তাদের দলের বিধায়ক হিসেবে যে সরকারের পেশ করা বাজেটের তীব্র বিরোধিতা করে যুক্তি সামনে আনবেন অশোকবাবু, তা শুভেন্দুবাবুর বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল।

তবে শুভেন্দু অধিকারী যে অশোক লাহিড়ীকে ওপেনিং ব্যাটসম্যান বলে আখ্যা দিয়েছিলেন সেই অশোক লাহিড়ীর একটি মন্তব্য নিয়েই এখন রাজ্য রাজনীতিতে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। যেখানে সাংবাদিক বৈঠকে “বিগত বাম আমলের থেকে তৃণমূল আমল ভালো” বলে মন্তব্য করতে দেখা গিয়েছে বালুরঘাটের বিজেপি বিধায়ককে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতারা যখন তৃণমূলকে বিগত বাম শাসনের থেকেও বেশি জরাজীর্ণ বলে আখ্যা দিতে শুরু করেছেন, তখন পার্টির বিপরীত লাইনে হেঁটে বিশিষ্ট অর্থনীতিবিদ তথা গেরুয়া শিবিরের অন্যতম বিধায়কের এই ধরনের মন্তব্য এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে‌। তাহলে কি অশোকবাবু দলবদলের কথা চিন্তা ভাবনা করছেন? আর সেই কারণেই তৃণমূলের প্রতি সুর নরম করে “বাম আমল থেকে তৃণমূল ভালো” বলে মন্তব্য করতে দেখা গেল তাকে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে একটি বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। যেখানে তিনি বলেন, “বাম জমানার চেয়ে তৃণমূল জমানায় কিছু উন্নতি হয়েছে।” অর্থাৎ দলের বক্তব্য এবং বিরোধী দলনেতার বক্তব্যকে প্রাধান্য না দিয়ে নিজের বক্তব্য সামনে এনে তৃণমূলের হাতেই বাড়তি হাতিয়ার তুলে দিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক। অনেকে বলছেন, অশোকবাবু রাজনীতির মানুষ নন। তিনি একজন অর্থনীতিবিদ। এবারে বিজেপি তাকে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছিল। সেখানে তিনি জয়লাভ করেছেন।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যদি দল ক্ষমতায় আসে, তাহলে অশোকবাবুর মত বিচক্ষণ ব্যক্তিকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। কিন্তু বিজেপির সেই আশা পূর্ণ হয়নি। তবে বাজেটে সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখার পরেই পাল্টা বিজেপির পক্ষ থেকে অর্থনীতিবিদ হিসেবে অশোক লাহিড়ীর উপর ভরসা রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু যেভাবে সেই শুভেন্দুবাবুকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অশোক লাহিড়ী, তাতে রীতিমত উজ্জীবিত তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যেই অশোকবাবুর বক্তব্যকে স্বাগত জানিয়েছে ঘাসফুল শিবির। এদিন এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বোধোদয় হলে ভালো। রাস্তাঘাট থেকে শুরু করে সব ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, তা তো চোখে দেখা যাচ্ছে। যাক, ওনার বোধহয় হয়েছে।” অর্থাৎ বিজেপির দেওয়া বল লুফে নিতে যে তৃণমূল বিন্দুমাত্র দেরি করেনি, তা বলাই যায়। অনেকে বলছেন, রাজনীতির মারপ্যাঁচ এবং কোথায় কি বক্তব্য রাখতে হয়, সেই সম্পর্কে বা পরিষদীয় রাজনীতি সম্পর্কে ততটা অভিজ্ঞ নন অশোক লাহিড়ী। অর্থনীতিটা ভালোই বোঝেন তিনি। আর সেই কথা তুলে ধরেই হয়তো বিধানসভায় বাম সরকারের থেকে তৃণমূল আমল ভালো বলে মন্তব্য করতে দেখা গেছে তাকে। তবে অর্থনীতিবিদ হিসেবে বিজেপি বিধায়কের এই মন্তব্য যে গেরুয়া শিবিরের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!