বাগদার মত কেন্দ্রেও তৃণমূলের জয়! ছাপ্পা ভোটেই বাজিমাত শাসকের? তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য July 13, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাগদা কেন্দ্রে বিজেপির জয় কার্যত নিশ্চিত ছিল। এমনকি নির্বাচনের দিনেও তৃণমূল এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে, বিজেপি প্রার্থী যেখানে যাচ্ছিলেন, সেখানেই তাকে স্লোগান দেওয়া থেকে শুরু করে বিক্ষোভ দেখানোর চেষ্টা হয়েছিল। এমনকি বিজেপি প্রার্থীর গাড়ি পর্যন্ত ভাঙচুর করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত এই কেন্দ্রেও জয়লাভ করল তৃণমূল। কিন্তু কি করে তাদের পক্ষে এই জয় এলো? এদিন পরাজিত হওয়ার পর তৃণমূলের এই জয়ের পেছনে ছাপ্পা ভোটই প্রকৃত কারণ বলে উল্লেখ করেন বিনয় বিশ্বাস। প্রসঙ্গত, আজ চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। যেখানে চারটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তবে বাগদা কেন্দ্রে তৃণমূলের এই জয় কার্যত বিজেপির কাছে অপ্রত্যাশিত। তবে ভোটের দিন যেভাবে সন্ত্রাস হয়েছে, তাতে কারচুপি এবং ছাপ্পাতে বেশ ভালোই হাত পাকিয়েছে তৃণমূল, এমনটাই স্পষ্ট হয়ে গিয়েছে এই ফলাফলে। আর সেই কথাই তুলে ধরলেন বাগদার পরাজিত বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। এদিন তিনি বলেন, “এখানে আমরা জিততাম। কিন্তু এখানে প্রচুর ছাপ্পা ভোট হয়েছে। সেই কারণে হেরে গিয়েছি।” আপনার মতামত জানান -