এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজো মিটতেই বাগরি- কর্তাদের খোঁজে ব্যাপক পুলিশি তৎপরতা শুরু

পুজো মিটতেই বাগরি- কর্তাদের খোঁজে ব্যাপক পুলিশি তৎপরতা শুরু


মহানগরে বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনো ভুলতে পারেননি কেউই। ক্ষতিগ্রস্ত মার্কেটের ব্যবসায়ী থেকে সাধারন মানুষ প্রত্যেকেই চাইছেন শাস্তি হোক বাগরির অভিযুক্ত তিন কর্তার। আর তাই সকলের দাবি অনুযায়ী এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে “লুকআউট নোটিশ” জারির আবেদন জানালে তা মঞ্জুর করেন সেখানকার বিচারক। তবে নিজের মক্কেলকে বাঁচাতে শেষ চেষ্টা করেন অভিযুক্তদের আইনজীবী।

সূত্রের খবর, আদালতে এ নিয়ে অভিযুক্তদের তরফে আগাম জামিনের আবেদনও করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত কিছু ব্যর্থ করে কেস ডায়েরি এবং মামলার যাবতীয় নথিপত্র দেখে সেই অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। আর আদালতের পক্ষ থেকে এহেন ইঙ্গিত পেয়েই এবার ফের সেই বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ধৃতদের গ্রেপ্তারে তৎপরতা দেখাতে শুরু করলো পুলিশ।

জানা গেছে, পূজোর ছুটিতে এই দায়রা কোর্টে অভিযুক্তদের তরফের কোন জামিনের আবেদন জানানো হয় কিনা তা জানতে সবরকম চেষ্টা করছে পুলিশ। তার মক্কেলদের মিথ্যে মামলায় গোটা ঘটনায় ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন সেই বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে যুক্ত থাকা অভিযুক্তদের আইনজীবী। তবে অভিযুক্তদের জামিনের ব্যাপারে সব রকম বিরোধিতা করছেন সরকারি আইনজীবীরা। ঘটনার ব্যপ্তি বিশাল থাকার কারণে এবং যেহেতু এই অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে তাই কোনোমতেই অভিযুক্তদের জামিন দেওয়া উচিত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই নগর দায়রা আদালতে দুই সরকারি আইনজীবী প্রবীর মুখোপাধ্যায় এবং মিঠু দাস। এমনকি অভিযুক্তদের জামিনের প্রসঙ্গ উঠলে সরকারের পক্ষ থেকে তার বিরোধীতাই যে করা হবে তাও জানিয়ে দিয়েছেন তারা। আর এই ঘটনায় কিছুটা হলেও স্বস্তিতে সেই বাগরি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

অভিযুক্তদের আগাম জামিন নাকচ হওয়ায় আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ায় তারা যে যথেষ্টই খুশি। এদিন সেই ব্যাপারে আদালতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিযুক্ত বাগড়ির তিন কর্তাকে জেল হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া চালানোর আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস। সব মিলিয়ে উৎসবের মরশুম মিটতে না মিটতেই ফের ভয়াবহ বাগরি মার্কেট এর অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেফতারে নড়েচড়ে বসছে পুলিশ-প্রশাসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!