এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ব্যাগভর্তি বোমা উদ্ধার এবার নানুরে, তীব্র আতঙ্ক এলাকা জুড়ে, তদন্তে নেমেছে পুলিশ

ব্যাগভর্তি বোমা উদ্ধার এবার নানুরে, তীব্র আতঙ্ক এলাকা জুড়ে, তদন্তে নেমেছে পুলিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট আসে, ভোট যায়। কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলে রাজনৈতিক চাপানউতোর। প্রত্যেকবার নির্বাচনের সময় কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা দেখা যাবে রাজ্যজুড়ে। এবারেও নির্বাচন কমিশনের হাজার একটা নির্দেশের পরেও একের পর এক ঘটনা সামনে আসছে। গতকাল বর্ধমানের রশিদপুরে হঠাৎ করে বোমা বিস্ফোরণ হয় এবং একটি বাচ্চা মারা যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নানুর থেকে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার। বর্ধমানে বিস্ফোরণকাণ্ডের তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে বীরভূমের নানুর থেকে এদিন পুলিশ তাজা বোমা উদ্ধার করেছে। যথারীতি এই নিয়ে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চাপানউতোর।

সূত্রের খবর, নানুরের ননগর-কড্ডা অঞ্চলের ডাঙাপাড়া গ্রাম থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রায় চল্লিশটি তাজা বোমা উদ্ধার করেছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, একটি ঝোপের মধ্যে থেকে ব্যাগে ভরা অবস্থায় বোমাগুলো উদ্ধার হয়েছে। গ্রামবাসীদের দাবি, আশেপাশে আরও বেশ কয়েকটি বোমা ছড়ানো ছেটানো ছিল। সেখান থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো বলে আশঙ্কা তাঁদের। সোমবার বর্ধমান জেলায় রাস্তার ধারে পড়ে থাকা বোমার আঘাতে এক শিশুর মৃত্যু আতঙ্ক জাগিয়েছে সর্বস্তরেই। আর সেই আতঙ্কেরই বহিঃপ্রকাশ হল এদিন নানুরে বলে ধরা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ঘটনাস্থলে নানুর থানার পুলিশ বোমাগুলি ঘিরে রেখেছে। সেগুলি পরীক্ষা করে নিষ্ক্রিয় করা হবে। তবে বোমা উদ্ধার ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে নানুরে। একইসাথে এদিন নানুরে তৃণমূল-বিজেপির ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, এদিন বিজেপি প্রার্থী তারক সাহা নানুরের বাঁশপাড়া এলাকায় প্রচারে বেরিয়ে ছিলেন। সেসময় তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যখন বিজেপির মিছিলটি যায়, তখন তৃণমূল কর্মীরা তাঁদের হামলা চালায় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। দুই পক্ষের বাকবিতণ্ডা থেকে হাতাহাতিতে পৌঁছাতে বেশী সময় লাগেনি। পরে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। এলাকা জুড়ে তীব্র উত্তেজনা রয়েছে।

বাংলার রাজনৈতিক মানচিত্রে নানুরকে বরাবরই স্পর্শকাতর এলাকা বলে ধরা হয়। সারা বছরই এখানে নানান রকম অসামাজিক কান্ডকারখানার খবর পাওয়া যায়। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ ধরনের জায়গাগুলি নির্বাচন কমিশন আগে থেকেই স্পর্শকাতর বলে ঘোষণা করেছে। যথারীতি নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীও স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর রেখেছেন যাতে কোনরকমভাবে কোন উত্তেজনা না ছড়ায়। কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রমাগত অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে যা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিচ্ছে বলে মনে করা হচ্ছে। আপাতত নানুরের বোমা উদ্ধারের ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!