অধীর চৌধুরী “লিগ্যাসি” নাকি অপূর্ব সরকারের উত্থান – বহরমপুরের লড়াইয়ে কি হবে শেষ ফলাফল? মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য March 22, 2019 আসন্ন লোকসভায় নির্বাচনে বুনো ওল বনাম বাঘা তেতুলের লড়াই যেন শুরু হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। একদিকে এলাকার রবিনহুড কংগ্রেস নেতা হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে টানা চারবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এবং অন্যদিকে সেই অধীর চৌধুরীরই একসময়কার ঘনিষ্ঠ বর্তমানে তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার – আর এই দুই হেভিওয়েটের লড়াইকে ঘিরেই এখন সরগরম মুর্শিদাবাদের জেলা রাজনীতি। প্রসঙ্গত, একসময় কংগ্রেসেই ছিলেন অপূর্ব সরকার। কিন্তু কিছুদিন আগেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আর বর্তমানে আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন তিনি। ফলে এবারে বহরমপুর লোকসভা কেন্দ্র দখলে যে জোর লড়াই হবে তা বুঝতে পেরেই নির্বাচনের দামামা বাজার সাথে সাথেই সেখানে একের পর এক কর্মসূচি নিয়ে মাটি কামড়ে পড়ে রয়েছেন এখানকার বিদায়ী কংগ্রেস সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার। সূত্রের খবর, দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ ও টানা চারবারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বুধবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় তৃণমূল থেকে 20 জনের হাতে পতাকা তুলে দেন। আর এরপরই রেজিনগরের মাঙ্গনপাড়ায় একটি কর্মীসভায় যোগ দিয়ে সন্ধ্যায় বহরমপুরের হরিদাসমাটি এলাকায় পদযাত্রা করেন। আসন্ন লোকসভা নির্বাচনে ফের এই আসনটি নিজের দখলে রাখতে এখন থেকেই নাওয়া খাওয়া ভুলে একের পর এক কর্মসূচি নিতে শুরু করেছেন অধীর বাবু। কিন্তু যেখানে এই বহরমপুর লোকসভা আসনটি দখলের জন্য অধীর চৌধুরীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুর্শিদাবাদ জেলার তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, সেখানে তিনি কি ফের এই আসনে এবার জয়লাভ করতে পারবেন? আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। আমি তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করছি এখনও মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে বহরমপুরে লড়াই করে জিতে দেখাক। তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।” এদিকে অধীর চৌধুরী যখন তৃণমূলের উদ্দেশ্যে বহরমপুর লোকসভা আসন দখলের জন্য প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, ঠিক তখনই একের পর এক কর্মসূচিতে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে। প্রসঙ্গত, কান্দির তিনবারের বিধায়ক তথা কান্দি পৌরসভার কাউন্সিলর অপূর্ব সরকার এদিন সকালে বেলডাঙার বড়ুয়া মোড়ে গিয়ে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও পৌরসভার সমস্ত নেতা কর্মীদের নিয়ে কর্মীসভা এবং পদযাত্রা করেন। আর এরপরে সেখান থেকে বেলডাঙা টাউন কমিটির কার্যালয় গিয়ে পুরো চেয়ারম্যান ভরত ঝাওয়ার এবং টাউন কমিটির সভাপতি সুভাষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করে বিধায়ক রবিউল আলম চৌধুরীর বাড়িতে যাওয়ার পথে মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে বিধায়কের বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে দৌলতাবাদের তৃণমূল নেতা আব্দুর রাজ্জাকের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নওদার আমতলায় পৌঁছে যান। আর সেখান থেকে ফের একটি মিছিলে যোগ দেন তিনি। কিন্তু যেখানে তার প্রবল প্রতিপক্ষ অধীর রঞ্জন চৌধুরী, সেখানে তিনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এদিন এই প্রসঙ্গে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার বলেন, “নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে দলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এবার বহরমপুর লোকসভা কেন্দ্র দখল করব। আমরা এই লোকসভা কেন্দ্র দখলে প্রচুর মানুষের সাড়া পাচ্ছি।” সব মিলিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্র দখলে অধীর বনাম অপূর্বর লড়াইয়ে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসে এখন সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -