ঘোষিত হল বহরমপুর কেন্দ্রের ফল – দেখে নিন কি দাঁড়াল শেষ ফলাফল? কতটা মিলল এক্সিট পোলের সঙ্গে? বিশেষ খবর ভোটের সমীক্ষা মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য May 23, 2019 সকাল থেকে চলছে গণনা – অবশেষে ঘোষিত হল বহরমপুর কেন্দ্রের ফল। দেখে নিন কি দাঁড়াল শেষ ফলাফল – ১. অধীররঞ্জন চৌধুরী – কংগ্রেস – ৫,৮৮,৩২০ (৪৫.৪৭%) ২. অপূর্ব সরকার – তৃণমূল – ৫,০৯,৩৭১ (৩৯.৩৬%) ৩. শ্রীরূপা মিত্র চৌধুরী – বিজেপি – ১,৪১,০৫৩ (১০.৯০%) ৪. ঈদ মহম্মদ – আরএসপি – ১৩,৩৩১ (১.০৩%) ৫. অন্যান্য – ২.১৬% ৬. নোটা – ১.০৮% কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অপূর্ব সরকারকে ৭৮,৯৪৯ ভোটে পরাজিত করলেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কি জানিয়েছিল প্রিয় বন্ধু মিডিয়ার করা এক্সিট পোল? অধীররঞ্জন চৌধুরী – কংগ্রেস – ৪৩% অপূর্ব সরকার – তৃণমূল কংগ্রেস – ৩২% কৃষ্ণ জোয়ারদার আর্য – বিজেপি – ১৫% ঈদ মহম্মদ – আরএসপি – ৪% অন্যান্য – ৪% নোটা – ২% কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ১,৩০,০০০ – ১,৫০,০০০ ভোটে পরাজিত করতে পারে। প্রিয় বন্ধু মিডিয়ার করা এক্সিট পোল দেখে নিন নীচের ভিডিওতে – আপনার মতামত জানান -