এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বহিরাগত থেকে দুর্নীতিগ্রস্ত- বিজেপিকে আক্রমণ একধাপ বাড়ালো তৃণমূল

বহিরাগত থেকে দুর্নীতিগ্রস্ত- বিজেপিকে আক্রমণ একধাপ বাড়ালো তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বেশ কিছুদিন ধরেই তৃণমূল শিবির থেকে বহিরাগত ইস্যু নিয়ে ক্রমাগত আক্রমণ চলছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। প্রসঙ্গত, 2021 এর বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন জেতার জন্য বঙ্গ বিজেপি নেতারা ছাড়াও পশ্চিমবঙ্গকে পাঁচটি জোনে ভাগ করে দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আর এই কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেই যত ক্ষোভ তৃণমূল শিবিরের। প্রথম থেকেই কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে ক্রমাগত আক্রমণ এর সুর চড়িয়েছে রাজ্যের ঘাসফুল শিবির। কিন্তু এবার আক্রমণের ঝাঁঝ আরেকটু বাড়িয়ে তৃণমূল নেতা ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে বহিরাগত নেতাদের দুর্নীতিগ্রস্ত বলে দাবি করলেন।

প্রসঙ্গত, মনে করা হচ্ছে ব্রাত্য বসু কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের দিকেই ইঙ্গিত করেছেন। প্রসঙ্গত, এই গজেন্দ্র সিং শেখাওয়াত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে 900 কোটি টাকার দুর্নীতি মামলায় রাজস্থান হাইকোর্ট নোটিশ পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগ উঠেছে, হাজার হাজার বিনিয়োগকারীর 900 কোটি টাকা গজেন্দ্র সিং শেখাওয়াত এবং তাঁর স্ত্রীর নামে থাকা কোম্পানিতে বিনিয়োগ হয়েছে। ইতিমধ্যেই আবেদনকারীদের তরফ থেকে বিষয়টি তদন্তের জন্য সিবিআই, এসএফআইও, ইডিকে দায়িত্ব দেওয়ার দাবিও উঠেছে বলে জানা যাচ্ছে। আর সেই প্রসঙ্গকেই এবার বাংলায় এনে ফেললেন ব্রাত্য বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাংলার বিজেপি নেতারা ছাড়াও যেসব কেন্দ্রীয় নেতাদের হাতে বাংলার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন কৈলাস বিজয়বর্গীয়, সুনীল দেওধর ও অন্যান্যরা। পাশাপাশি বিভিন্ন রাজ্যের মন্ত্রীরাও বাংলার দায়িত্ব নিয়েছেন বলে খবর। আর এই নিয়ে তৃণমূলের কটাক্ষ দিন দিন বেড়ে চলেছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ অবশ্য বলেছেন, এত বড় নির্বাচন তাঁরা আগে লড়েননি তাই অভিজ্ঞতা নেই। অন্য রাজ্য থেকে নেতারা সাহায্য করতে আসছেন। অবশ্য দিলীপ ঘোষ তৃণমূলের বহিরাগত ইস্যুর পাল্টা প্রশ্ন তুলেছেন, তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর কোন রাজ্যের তা নিয়ে। অন্যদিকে গেরুয়া শিবিরের দুর্নীতির দিকে অভিযোগের আঙ্গুল তুললেও এরাজ্যে দির্নীতি কম নেই।

রাজ্যের সারদা, রোজভ্যালি, নারদা দুর্নীতি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তুরুপের তাস বিরোধীদের। একুশের বিধানসভার নির্বাচনে রাজ্যের অন্যতম দুই দল তৃণমূল এবং বিজেপি প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক ময়দানে অবতরণ করেছে। এবারের নির্বাচন যে যেকোন দলের পক্ষেই বিশেষ সুবিধাজনক হবে না সে কথা বারবার জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই অবস্থায় দু’দলই একে অপরকে করছে ব্যাপক আক্রমণ। সেক্ষেত্রে তৃণমূল বেছে নিয়েছে বহিরাগত ইস্যুকে। তবে বহিরাগতর সাথে সাথে দুর্নীতি নিয়ে যেভাবে আক্রমণের সুর চড়ালো তৃণমূল নেতা ব্রাত্য বসু, তাতে বিরোধীরা দুর্নীতি নিয়ে যে পাল্টা তৃণমূলকে দেবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই রাজনৈতিক মহলের। কারণ তৃণমূল সরকারের আমলে দুর্নীতি কিন্তু কম হয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!