এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “বহিরাগত” ওমপ্রকাশকে না মেনে দলত্যাগের হিড়িক, কড়া প্রতিক্রিয়া সিপিএমের অশোকের!

“বহিরাগত” ওমপ্রকাশকে না মেনে দলত্যাগের হিড়িক, কড়া প্রতিক্রিয়া সিপিএমের অশোকের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শিলিগুড়ি সিপিএমের দুর্গ বলেই পরিচিত। গত 2011 সালে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয় হলেও সেখানে শিলিগুড়ি ছিল কিছুটা আলাদা। যেখানে বাম দুর্গ ধরে রেখেছেন অশোক রঞ্জন ভট্টাচার্য। কিন্তু এবার সেই শিলিগুড়ি বিধানসভার দখল নিতে কার্যত মরিয়া তৃণমূল কংগ্রেস। তবে কিছুটা গোষ্ঠীদ্বন্দ্বে জরাজীর্ণ থাকা শিলিগুড়িতে এবার বহিরাগত বিশিষ্ট অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর ওমপ্রকাশবাবু প্রার্থী হওয়ার পর থেকেই রীতিমত যেন স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। একের পর এক নেতা নেত্রী বহিরাগত প্রার্থীকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে দলত্যাগ করতে শুরু করেছেন। যার ফলে এখন সিপিএমের পক্ষ থেকে এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করার রাস্তা বেছে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ওমপ্রকাশ মিশ্র শিলিগুড়ি বিধানসভায় তৃণমূলের প্রার্থী হতেই দলত্যাগ করার কথা জানিয়ে দিয়েছেন। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা নান্টু পাল। অন্যদিকে কিছুদিন আগেই আরও দুই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী দলত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। স্বাভাবিক ভাবেই একের পর এক দলের দুর্দিনের নেতাকর্মীরা যদি এইভাবে বহিরাগত প্রার্থীর কারণে দলত্যাগ করতে শুরু করেন, তাহলে তৃণমূল এই শিলিগুড়ি বিধানসভায় কিভাবে জয়লাভ করবে, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একাংশের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার কারণে এবার তৃণমূলের এই দুর্বলতার দিকটিকে হাতিয়ার করে ময়দানে নামতে চলেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। এদিন এই প্রসঙ্গে এই ব্যাপারে তৃণমূল কড়া ভাষায় আক্রমণ করেছেন শিলিগুড়ি সিপিএম প্রার্থী অশোক রঞ্জন ভট্টাচার্য। পাশাপাশি জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত বলে জানিয়ে দিয়েছেন তিনি।

অশোকবাবু বলেন, “আমি খেলে জিততে চাই। ওয়াকওভার পেলে দুঃখ পাব।” অর্থাৎ বহিরাগত প্রার্থী হওয়ার কারণে যদি ওমপ্রকাশ মিশ্র লড়াই থেকে সরে যান, তাহলে তিনি জয়লাভ করলেও খুশি হবেন না বুঝিয়ে দিয়েছেন অশোক রঞ্জন ভট্টাচার্য। তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে, তিনি এবারের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে চলেছেন।

বিশ্লেষকরা বলছেন, এমনিতেই প্রবল তৃণমূল হাওয়ার মাঝেও শিলিগুড়ি আসন দখল করা সম্ভব হয়নি তৃণমূল কংগ্রেসের কাছে। কিন্তু এবার প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে বিদ্রোহ। যা বিরোধীদের কাছে হাতিয়ার এবং ফায়দা তোলার কারণ হিসেবে উপস্থাপিত হয়েছে।

তাই এই পরিস্থিতিতে বহিরাগত প্রার্থীর কারণে একের পর এক দলত্যাগকে কেন্দ্র করে তৃণমূলকে পাল্টা আক্রমণ করার রাস্তা বেছে নিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। সব মিলিয়ে শিলিগুড়ির লড়াই কোথায় গিয়ে দাঁড়ায়, কোন দল দখল করে শিলিগুড়ি বিধানসভা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!