এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বহিরাগতদের বাংলা ছাড়া করার জন্যই এই নির্বাচন’ প্রকাশ্য সভায় আক্রমণে অভিষেক!

‘বহিরাগতদের বাংলা ছাড়া করার জন্যই এই নির্বাচন’ প্রকাশ্য সভায় আক্রমণে অভিষেক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাজ্যে এসে সভা করছেন, তখন তাদের “বহিরাগত” বলে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে যারা বাংলা জানে না, তারা বাংলা দখল করতে আসছে বলে সরব হতে দেখা যাচ্ছে তৃণমূলের নানা স্তরের নেতা নেত্রীদের। স্বাভাবিক ভাবেই জমে উঠেছে লড়াই।

দিনকে দিন বিজেপি তৃণমূলের উপর চাপ বাড়াতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে আজ দক্ষিণ 24 পরগনা গোসাবার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বহিরাগতদের বাংলা ছাড়া করার জন্যই এই নির্বাচন বলে দাবি করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, আজ দলীয় প্রার্থীদের সমর্থনে গোসাবার সভায় উপস্থিত হন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিজেপিকে “বহিরাগত” বলে আক্রমণ করেন তিনি তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, “বহিরাগতদের বাংলা ছাড়া করার লড়াই এই নির্বাচন। যারা ভাবছে বাইরে থেকে এসে বাংলা দখল করব, তাদের বাংলাছাড়া করবে মানুষ। তৃণমূল নেত্রী লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তা করে দেখান।”

স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। যেখানে দ্বিতীয় দফার নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জেরে আবার “বহিরাগত” ইস্যু উঠে আসল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের দাবি, তৃণমূলের কাছে এবারের নির্বাচনের লড়াই খুব একটা সহজ নয়। কেননা অতীতে তাদের বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী প্রতিপক্ষ না থাকলেও এবার বিজেপি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলকে পর্যুদস্ত করতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি কেন্দ্রীয় স্তরের বিভিন্ন হাইপ্রোফাইল নেতারা রাজ্যে এসে সভা করছেন। সরব হচ্ছেন ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই তৃণমূল যে এই ঘটনায় কিছুটা হলেও ব্যাকফুটে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি নিজের গড় দক্ষিণ 24 পরগনার ভোটব্যাঙ্ক ধরে রাখার মরিয়া চেষ্টা চালালেন।

যেখানে বিগত লোকসভা নির্বাচনের কথা তুলে ধরে দক্ষিণ 24 পরগনার বিধানসভার সমস্ত আসনে তৃণমূলের দখলে ছিল বলে দাবি করতে দেখা গেল তাকে। তাই এবারের নির্বাচনেও যাতে মানুষ তৃণমূলের উপর ভরসা রাখে, তার জন্য প্রকাশ্য সভা থেকে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপিকে “বহিরাগত” বলে তৃণমূলের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড রাজনৈতিক চর্চা যে আরও বাড়িয়ে দিলেন, তা বলার অপেক্ষা রাখে না‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!