এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বহিরাগত” ইস্যুতে মাদার টেরিজা হাতিয়ার মহাগুরুর! চাপে তৃণমূল!

“বহিরাগত” ইস্যুতে মাদার টেরিজা হাতিয়ার মহাগুরুর! চাপে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্য রাজনীতিতে “বহিরাগত” ইস্যু নিয়ে এবারের নির্বাচনে সব থেকে বেশি তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপির প্রচার করতে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যারা আসছেন, তারা সকলেই বহিরাগত। এক্ষেত্রে বিজেপির বাইরের নেতাদের এনে বাংলার সংস্কৃতি ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে ভারতবর্ষের যারা বাসিন্দা, তারা কেউ বহিরাগত নয় বলে পাল্টা যুক্তি দেখাতে শুরু করেছে পদ্মফুল শিবির। আর এই পরিস্থিতিতে তৃণমূলের প্রাক্তন সংসদ তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পর আজ প্রচার করতে ময়দানে নামলে তাকেও কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে এবার “বহিরাগত” ইস্যুতে তৃণমূলকে জবাব দিতে গিয়ে মাদার টেরিজাকে হাতিয়ার করলেন মহাগুরু।

সূত্রের খবর, আজ বাঁকুড়ার শালতোড়াতে বিজেপির হয়ে প্রচার করেন মিঠুন চক্রবর্তী। আর সেখানেই “বহিরাগত” ইস্যুতে প্রশ্ন করা হলে মাদার টেরিজা থেকে শুরু করে সিস্টার নিবেদিতার প্রসঙ্গ তোলেন তিনি। মহাগুরু বলেন, “স্বীকার করছি আমিও বহিরাগত। আর এইভাবে বহিরাগত বললে তো সিস্টার নিবেদিতাও বহিরাগত ছিলেন। বহিরাগত ছিলেন মাদার টেরেজাও। আসলে বহিরাগত তারাই, যারা ক্ষমতায় থেকেও মানুষের পাশে থাকেননি। আমি ক্ষমতার জন্য রাজনীতিতে আসিনি। মানুষের পাশে থাকতে এসেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মিঠুন চক্রবর্তী বুঝিয়ে দিলেন, বহিরাগতর যে প্রসঙ্গ তোলা হচ্ছে, তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং যুক্তিহীন।বলা বাহুল্য, মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাকে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এমনকি তিনি বিজেপির 2021 এর বিধানসভা নির্বাচনের প্রধান মুখ বলে দাবি করতে শুরু করেছিল একাংশ।

কিন্তু তাকে কোনো বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়নি। তবে তাকে এবার প্রচারকার্যে নামিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে আজ প্রচারে নেমে “বহিরাগত” ইস্যুতে জবাব দিয়ে তৃণমূলকে কার্যত অস্বস্তিতে ফেলে দিলেন মহাগুরু। ভারতবর্ষের প্রখ্যাত মনীষীদের কথা তুলে ধরে “বহিরাগত” নিয়ে তৃণমূলের যুক্তিকে কার্যত কুপোকাত করার চেষ্টা করলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!