এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বহিরাগত নয়, আজ থেকে নন্দীগ্রামের ভূমিপুত্র হলেন শুভেন্দু অধিকারী

বহিরাগত নয়, আজ থেকে নন্দীগ্রামের ভূমিপুত্র হলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বারবার বহিরাগতের তকমা দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বহিরাগত ইস্যু নিয়ে তীব্র চাপান-উতোর সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। আবার, নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়াইয়ের ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বহিরাগত বলে কটাক্ষ করে পোস্টার ফেলা হয়েছে।

এরপর শুভেন্দু অধিকারীকেও বহিরাগত বলে কটাক্ষ করে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার নিজের দেহ থেকে বহিরাগতর তকমা ঝেড়ে ফেলতে বিশেষ উদ্যোগ নিলেন শুভেন্দু অধিকারী। আজ থেকে শুভেন্দু অধিকারী হলেন নন্দীগ্রামের ভোটার, এতদিন তিনি ছিলেন তমলুকের ভোটার।

প্রসঙ্গত, নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। এরপর, শুভেন্দু অধিকারীকেও নন্দীগ্রামে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কারণ হিসেবে তিনি দেখিয়েছিলেন যে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভোটার নন, তিনি নন্দীগ্রামের বাসিন্দাও নন। এবার তার জবাব দিলেন শুভেন্দু অধিকারী। আজ থেকে নন্দীগ্রামের ভোটার হলেন তিনি, আগে তিনি ছিলেন তমলুকের ভোটার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার নন্দীগ্রাম থেকে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলে হলো শুভেন্দু অধিকারীর বুথ। ইতিপূর্বে, শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, নন্দীগ্রাম তার ভূমিপুত্রকেই চায়, অন্য কোন বহিরাগতকে নন্দীগ্রাম চায়না। তাঁর এই ঘোষণার পর, আজ তাঁর এই পদক্ষেপ বিশেষ গুরুত্বপূর্ণ বলেই রাজনৈতিক মহলের ধারণা।

আবার, আজ মনোনয়নপত্র জমা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে রয়েছে তাঁর রোডশো। তার পূর্বে দুটি মন্দিরে পুজো দিচ্ছেন তিনি। সম্প্রতি তিনি নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে পুজো দিচ্ছেন, এরপর তিনি পূজা দেবেন জানকিনাথ মন্দিরে। গতকাল তিনি সাতটি মন্দিরে পুজো দিয়েছেন। গত পরশুদিনও তিনি পুজো দিয়েছেন সাতটি মন্দিরে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান ও বাবুল সুপ্রিয়র।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!