এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি। নন্দীগ্রামেও গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের বহিরাগতরা হুমকি দিয়েছিল।” বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

“বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি। নন্দীগ্রামেও গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের বহিরাগতরা হুমকি দিয়েছিল।” বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ একাধারে চারটি জনসভায় যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে জনসভায় অংশ গ্রহণ করেছেন তিনি। এরপর তিনি জনসভা করবেন এই জেলার কুলপি, ক্যানিং পশ্চিম কেন্দ্রে। এরপর তিনি জনসভা করবেন হুগলি জেলার তারকেশ্বরে। রায়দিঘির সভা থেকে প্রধান প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রায়দিঘির সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, বিজেপি বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে। নন্দীগ্রামে স্থানে স্থানে ভোটারদের হুমকি দিয়েছে বহিরাগত গুন্ডারা। তিনি অভিযোগ করেছেন, পুলিশের উর্দি পরে ভোটারদের ভয় দেখিয়েছে বিজেপি। বিজেপি হুমকি দিয়েছে, মেয়েদের, শিশুদের তুলে নিয়ে যাবে। নন্দীগ্রামে এমনই ভয় দেখিয়েছে বিজেপি, অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন, বিজেপি পুলিশের ড্রেস পরিয়ে ফেক পুলিশ নিয়ে যাচ্ছে। গ্রামের লোককে ভয় দেখানো হচ্ছে। বিজেপির কথা না শোনার নিদান দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন, ভোটের পর বিজেপি পালিয়ে যাবে, কিন্তু তাঁরা হলেন বাংলার লোক। তাই তাঁরাই থাকবেন। তিনি দাবি করেছেন, তৃণমূল সরকার ১০ বছরে যা করতে পেরেছে, তা আর কোন সরকার করতে পারেনি।

এরপর সংখ্যালঘু মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন যে, সংখ্যালঘু এলাকায় যদি কেউ অত্যাচার করতে আসে, তবে সবাই মিলে আজানের ধ্বনি দিতে। তাহলেই সব চুপচাপ হয়ে যাবে। কোন হিন্দু- মুসলমান অশান্তি তিনি বরদাশ্ত করবেন না। তিনি জানালেন, এখানে সকলের একসঙ্গে থাকা হয়। একসঙ্গে দুর্গাপুজো, কালীপুজো, একসঙ্গে ইফতার করা হয়।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, আমফানের সময় বিজেপির সবাই পালিয়ে গিয়েছিল। তিনি শুধু এলাকায় থেকে পাহারা দিয়েছিলেন। একটা, দুটো সমস্যা আছে, কিন্তু তৃণমূল সরকার রাস্তাঘাট তৈরি করে দিয়েছে, পুকুর-ডোবা সমস্ত পরিষ্কার করে দিয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!