এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাইরে সূর্যের মুখ দেখা বন্ধ করে দেব” এবার সরকারি আধিকারিকদের হুমকি মমতার মন্ত্রীর!

“বাইরে সূর্যের মুখ দেখা বন্ধ করে দেব” এবার সরকারি আধিকারিকদের হুমকি মমতার মন্ত্রীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে ভুয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আর এই পরিস্থিতিতে একটি কর্মীসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে সরকারি আধিকারিকদের নিশানা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই ভোটার তালিকায় জল মেশানোর ক্ষেত্রে যদি কোনো সরকারি আধিকারিক জড়িত থাকেন, তাহলে বাইরে সূর্যের মুখ দেখা বন্ধ করে দেওয়া হবে বলে তার মন্তব্যে রীতিমত ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, এদিন একটি কর্মীসভায় বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। আর সেখানেই তিনি বলেন, “আমি শুনতে পাচ্ছি, কিছু কিছু সরকারি আধিকারিক নাকি জড়িত। আমি স্পষ্ট ভাষায় বলছি, যদি কোনো সরকারি আধিকারিক জড়িত থাকেন, তাহলে আপনাকে ঘরের ভেতরেই থাকতে হবে। বাইরে বেরোলে সূর্যের মুখ আপনি দেখতে পারবেন না। আপনার সূর্যের মুখ দেখা আমরা বন্ধ করে দেব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!