এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বৈরিতা ভুলে সম্প্রীতির ছবি, বিপদের দিনে বিজেপি নেতার পাশে রাজ্যের মন্ত্রী

বৈরিতা ভুলে সম্প্রীতির ছবি, বিপদের দিনে বিজেপি নেতার পাশে রাজ্যের মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের পর রাজ্যের নানা স্থান থেকে যখন বারবার ভোট-পরবর্তী হিংসার খবর সামনে আসতে শুরু করেছে, শাসক দল ও বিরোধী দলের নেতা-কর্মীর আক্রান্ত হওয়ার খবর যখন সংবাদপত্রের পাতায় পাতায়। তখন তার ঠিক বিপরীত ছবি দেখা গেল ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর মা অসুস্থ হলে তাঁর খোঁজ নিতে তাঁর বাড়িতে গেলেন, তাঁর পাশে থাকার বার্তা দিলেন। বিজেপি নেতাও এলাকার উন্নয়নের জন্যও মন্ত্রীকে সহযোগিতার বার্তা দিলেন।

বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বীরবাহা হাঁসদা। এই আসনে বিজেপির প্রার্থী হয়েছিলেন সুখময় শতপথী। নির্বাচনে জয়লাভের পর রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বীরবাহা হাঁসদা, হয়েছেন বন প্রতিমন্ত্রী। গতকাল রাতে সুখময় শতপথীর মা অসুস্থ হয়েছেন জানতে পেরে তাঁর বাড়িতে গেলেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঝাড়গাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শিবেন্দ্র বিজয় মল্লদেব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা সুখময় শতপথীর বাড়িতে মন্ত্রীর এই উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যা রাজনৈতিক সম্প্রীতির প্রতীক বলা চলে। এ প্রসঙ্গে সুখময় শতপথী জানালেন যে, দুর্গেশ বাবুর সঙ্গে তাঁর দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক আছে। তিনি তাঁর বাড়িতে এসেছিলেন, সঙ্গে এসেছিলেন মন্ত্রী। তাঁর মায়ের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এরপরেই সুখময় শতপথী জানিয়েছেন, নির্বাচনে তিনি পরাস্ত হয়েছেন, কিন্তু ঝাড়গ্রাম এলাকার উন্নতির জন্য মন্ত্রীকে সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত আছেন তিনি।

অন্যদিকে, গতকাল মন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, সুখময় শতপথীর মা বার্ধক্য জনিত রোগে অসুস্থ, খবরটি জানতে পেরেছিলেন তিনি। এরপর গতকাল রাতে সুখময় বাবুর বাড়িতে গিয়ে তাঁর মায়ের সঙ্গে তিনি দেখা করেছেন। সময়মত যেন তিনি খাওয়া-দাওয়া করেন ও প্রয়োজনীয় ওষুধপত্র গ্রহণ করেন সে কথা তিনি বলেছেন। উপযুক্ত সময়ে তিনি যাতে ডাক্তার দেখাতে পারেন, সে বিষয়েও কথা বলেছেন তিনি।

নির্বাচনের প্রতিদ্বন্দিতা ভুলে গিয়ে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর বাড়িতে রাজ্যের মন্ত্রীর এই উপস্থিতি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। নির্বাচনের সময় যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, নির্বাচন মিটে গেলে সকলের সহযোগিতা ও সহাবস্থান কাম্য। বিজেপি প্রার্থীর বাড়িতে রাজ্যের মন্ত্রীর এই আগমন রাজনৈতিক সম্প্রীতির বার্তা বহন করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!