বাইরনের দলবদলে চরম হতাশ বিমান, কি বললেন ! জেনে নিন ! কংগ্রেস তৃণমূল বামফ্রন্ট রাজনীতি May 30, 2023May 30, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কংগ্রেসের টিকিটে বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে সাগরদিঘী থেকে জয়লাভ করেছিলেন বাইরন বিশ্বাস। তবে তিনি যে তিন মাসের মধ্যেই দলবদল করে শাসক শিবিরের সঙ্গে হাত মেলাবেন, তা বাম এবং কংগ্রেসের কোনো নেতাই কল্পনা করতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত বিধানসভায় খাতা খুললেও ফের শূন্য হয়ে গেল বাম এবং কংগ্রেস। সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন বিমান বসু। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই প্রবীণ নেতা বলেন, “যা হল, তা ভালো হল না। তবে প্রথম থেকেই একটা দোনামনা ভাব ছিল। একটা জড়তা ছিল। তবে এরকম হবে ভাবিনি। অত্যন্ত দুর্ভাগ্যজনক।” অর্থাৎ যে বাম এবং কংগ্রেস 2021 সালে বিধানসভা নির্বাচনে কার্যত শূন্য হয়ে গিয়েছিল, সেই বাম এবং কংগ্রেস সাগরদিঘী বিধানসভা নির্বাচনে জয়লাভ করে কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছিল। কিন্তু বাইরন বিশ্বাস দলবদল করার পর তারা যে চরম হতাশ, তা বিমান বসুর কথার মধ্যে দিয়ে প্রকাশ পেল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আপনার মতামত জানান -