এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্থানীয় বিধায়কের হাত ধরে বাঁকুড়ায় বৈতরণী প্রকল্পের উদ্বোধন

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্থানীয় বিধায়কের হাত ধরে বাঁকুড়ায় বৈতরণী প্রকল্পের উদ্বোধন


শিবদাস ব্যানার্জী, বাঁকুড়া: উন্নয়নের ক্ষেত্রে রঙ বা জাতি-ধর্ম কোনো বাধা হবে না দলীয় নেতা-কর্মীদের এই নির্দেশ বারবার দিয়ে এসেছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই হিন্দু ধর্মাবলম্বীদের অন্তিম যাত্রার সময়ে শ্মশানের হাল ফেরাতে তিনি নিয়ে এসেছেন বৈতরণী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব শ্মশানের হাল ফেরানোর ব্যবস্থা করেছেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের ছোট-বড় সব শ্মশানের উন্নতিকরন এই প্রকল্পের মাধ্যমে তিনি সমাপ্ত করতে চান।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর মুখ্যমন্ত্রীর দেখানো পথেই গত সোমবার বাঁকুড়ার তালড্যাংরা ব্লকের অন্তর্গত ফুলমতি গ্রাম পঞ্চায়েতের অধীন ব্রাম্ভনডাঙ্গা গ্রামের নিকট জয়পন্ডা নদীর তীরে নবনির্মিত বৈতরণী উদ্বোধন করা হলো। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর চক্রবর্তী সহ এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, অন্যান্য পঞ্চায়েত কর্মী এবং রাজনৈতিক কর্মীরা জানান, এই শ্মশানটি বৈতরণী প্রকল্পের আওতায় আনায় স্থানীয় মানুষ প্রচন্ডভাবে উপকৃত হলেন। বিশেষ করে সামনেই বর্ষাকাল আসছে, সেইসব দাহকার্য করতে গ্রামের মানুষের যে অসুবিধার সম্মুখীন হতে হত, এরফলে তা প্রায় অনেকাংশেই কমে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!